RE: নারী পুরুষের সমঅধিকার থাকা সত্ত্বেও সংসদে সংরক্ষিত আসন কেন রাখা হয়েছে?
নারী পুরুষের সমঅধিকার থাকা সত্ত্বেও সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কেন রাখা হয়েছে?
Add Comment
নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা বলতে পারস্পারিক ন্যায্যতার ভিত্তিতেই সমঅধিকারের নিশ্চিত করার কথা বলা হয়েছে । আট বছর বয়সী একটা ছেলে আর আঠারো বছর বয়সী ছেলে কে একই লাইন থেকে দৌড় প্রতিযোগীতা করতে দিলে সেখানে সমতা তৈরি হয় ঠিকই কিন্তু ন্যায্যতা থাকেনা । ন্যায্যতা হল প্রতিযোগীদের সক্ষমতার ভিত্তিতে সুবিধা ভাগ করে দিয়ে প্রতিযোগীতার আয়োজন করা । সুতরাং আমাদের দেশের অনগ্রসর নারীদের পুরুষের সমকক্ষ অবস্থানে আনতে তাদের অনগ্রসরতাকে বিবেচনায় এনে কিছু সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়াটাই ন্যায্যতার ভিত্তিতে সমঅধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়া । চমৎকার প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ ।