RE: নিজেকে সবল ও শক্তিশালী বানানোর কয়েকটি টিপস

      নিজেকে সবল ও শক্তিশালী বানানোর কয়েকটি টিপস

      Zaman Train Asked on January 14, 2025 in অনুসরণ.
      Add Comment
      1 Answers
        1. আপনার কাছে যত বেশি তথ্য থাকবে আপনি তত বেশি শক্তিশালী।
        2. আপনার কাছে যত বেশি অন্যের গোপন ইনফর্মেশন থাকবে আপনি তত বেশি শক্তিশালী।
        3. পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী দিক হচ্ছে মানুষকে কনভিন্স করা।মানুষকে কনভিন্স করতে পারার মতো শক্তি পৃথিবীতে খুবই বিরল।
        4. অন্যের মন জয় করা- একটি অন্যতম বিরল প্রকৃতির শক্তি।কাজেই অন্যের মন জয় করার শক্তি অর্জন করুন।
        5. আত্মনির্ভরশীল হওয়া- নিজেকে সবল এবং শক্তিশালী করার জন্য খুবই প্রয়োজন।
        6. সামাজিক নেটওয়ার্কিং এবং সাংগঠনিক দক্ষতা এক্ষেত্রে খুবই প্রয়োজন।
        7. নিজেকে অত্যন্ত সবল এবং শক্তিশালী করতে হলে আপনাকে একজন সুবক্তা হতে হবে।একজন দক্ষ বক্তা যে কোন পরিস্থিতি বদলে দিতে পারে।
        8. নিজের শক্তিশালী এবং দুর্বল দিক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।
        9. নিজেকে জানুন।
        10. নিজের সম্পর্কে যত কম প্রকাশ করবেন,ততই নিজেকে শক্তিশালী এবং সবল হিসেবে উপস্থাপন করতে পারবেন।
        11. লেখাগুলো ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন
        Professor Answered on January 14, 2025.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.