RE: ফ্রিল্যান্সিং আউটসোসিং শিখতে কত টাকা খরচ হতে পারে?
বাংলাদেশের ফ্রিল্যান্চারদের সবছেয়ে সফল সেক্টর গুলো হচ্ছে
১)ওয়েব ডেভোলাপমেন্ট
২)ওয়েব ডিজাইন
৩)এসইও
৪)গ্রাফিক্স ডিজাইন
৫)অনলাইন মার্কেটিং
সহ আরো অনেক সেক্টরে।পৃথিবীর অন্যতম বড় জব মার্কেট ওডেস্কের থেকে সবছেয়ে বেশী আয়ের ৩ স্থান বাংলাদেশী ফ্রিল্যাঞ্চাররা দখল করেছে।এছাড়া ইল্যান্চ,ফ্রিল্যাঞ্চ সহ বড় মার্কেট গুলোতেও বাংলাদেশীদের আদিপত্য চোখে পড়ার মত।
আর আমি সাজেস্ট করবো ওয়বে ডেভোলাপমেন্ট এটা শিখলে।আর আপনি যদি ওয়েব ডেভোলাপমেন্ট কোর্সটি করতে চান তাহলে সাজেস্ট করবো Bdtask IT থেকে করতে।তারা ফুল কোর্স(ওয়েব ডেভোলাপমেন্ট) নিচ্চে ১০-১২ হাজার টাকার মত যা অন্যদের থেকে খুব কম এবং তাদের সার্ভিস অনেক ভালো ।আমি তাদের একজন স্টুডেন্ট ছিলাম ।কাজ শেখার পর জব পাওয়ার লাইন গাইড সব শিখায় দেয়।