RE: বয়স পার হয়ে যাওয়ার পরও দাঁড়ি গজাচ্ছে না কেন?
আমার বয়স ২৩ বছর। তারপরও আমার মুখে এখনও দাঁড়ি গজায়নি যেখানে ১৫-১৬ বছর বয়সে ছেলেদের দাঁড়ি গজিয়ে থাকে। এটি কি কোনো অস্বাভাবিকতার লক্ষণ? আমি কী করব?
Add Comment
এন্ড্রোজেন নামক হরমোনের কাজ হল মুখে দাড়ি বুকে লোম গজানো এবং কণ্ঠস্বর ভারি করে তোলা| এন্ড্রোজেন ক্ষরণ না হওয়ায় দাড়ি গজায় না| এটি একটি শারীরিক সমস্যা। আপনি একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন|