RE: মহিমান্বিত হতে চাওয়ার মধ্যে জীবনের প্রকৃত অর্থ কী?
মহিমান্বিত হতে চাওয়ার মধ্যে জীবনের প্রকৃত অর্থ কী?
কঠিন প্রশ্ন। আপনার প্রশ্ন কে দুই ভাগে ভাগ করছি। প্রথম অংশ হল মহিমান্বিত হতে চাওয়া এবং পরের অংশ হল এই চাওয়ার মধ্যে জীবনের কোন উদ্দেশ্য নিহিত আছে। আপনি প্রথম নিজের কাছে মহিমান্বিত হওয়ার চেষ্টা করুন। এজন্য আপনার কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। সকাল থেকেই প্রতিটা কাজে সৎ থাকুন।আপনি যদি ছাত্র হোন, তাহলে ফাঁকি না দিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া এবং Home work করা আপনার জন্য সততা। এভাবে শুধুমাত্র সততার জন্য আপনার জীবন আপনার কাছে মহিমান্বিত হয়ে উঠবে।আপনি যখন সততাকে আপনার Second nature করে ফেলবেন, তখন দেখবেন প্রতিটা সাধারণ কাজই সেবায় পরিনত হবে। আপনাকে কিন্ত Extra কোনও Effort দিতে হচ্ছে না, শুধু সৎ থেকে আপনি সবার সেবা করতে পারেন। আর যখন আপনি অন্যের উপকার করবেন তখন নিজে যে আনন্দ পাবেন, তা অতুলনীয়। আপনার Depression থাকবে না।আপনি সাধারণ কাজের মধ্যেই আনন্দ পেতে থাকবেন। এই পর্যায়ে আপনি আপনার আশেপাশের মানুষের কাছে ও মহিমান্বিত হয়ে উঠবেন। এখন আপনি দেখবেন জীবন আপনার কাছে আর চার দেয়ালে বন্দী নেই। জীবন অনেক বড় ক্যানভাসে আপনার কাছে ধরা দিবে। আপনার মহিমান্বিত জীবনের উদ্দেশ্য হবে সবাইকে নিয়ে পথ চলা। আপনি আলোকিত মানুষ হয়ে সবাইকে অনুপ্রাণিত করবেন। জীবনের প্রকৃত অর্থ প্রতিটা মানুষের কাছে ভিন্ন। আপনি যদি মহিমান্বিত হতে চান, তখন আপনার কাছে জীবনের অর্থ হবে সততা।