RE: মানব জীবনের সবচেয়ে বড় দুঃখ কী?

      মানব জীবনের সবচেয়ে বড় দুঃখ কী?

      Zohad Doctor Asked on December 9, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে জীবনে বড় হতে যে দুঃখের প্রয়োজন আছে এটা সে বুঝতে পারে না। তাই সমস্যা বিপদ আপদে পড়লে সে হাঁ হুতাশ করে, আরও তলিয়ে যায়। এটা যে তার জীবনে উপরে ওঠার সিঁড়ি এটা ধরতে পারে না।

        গুরুজী মহাজাতকের একটি বাণী শেয়ার করছি [] –

        প্রতিকূলতা সক্ষমতাকে বৃদ্ধি করে। একটু ভেবে দেখুন, আপনি আগে যা করতে পারতেন, প্রতিকূলতার সাথে লড়াই করে আগের চেয়ে দ্বিগুণ করার সামর্থ্য আপনার বেড়ে যায়। কথায় বলে, a smooth sea never made a skillful sailor. অর্থাৎ যে সমুদ্র কখনো উত্তাল হয় না, ঝড়ের কবলে পড়ে না, সেখানে কখনোই একজন দক্ষ নাবিক গড়ে উঠতে পারে না। জীবনে যখন আমরা সমস্যায় পড়ি, ঝামেলায় পড়ি, এবং সেটাকে মোকাবেলার চেষ্টা করি, তখনই আমাদের মধ্যে সমস্যা সমাধান করার দক্ষতা সৃষ্টি হয়। আমাদের মেধা বিকশিত হয়।

        তাই বিপদ আপদে দুর্যোগ দুর্বিপাকে হাঁ হুতাশ করে অস্থির না হয়ে জীবনের প্রতিটি প্রতিকূলতার সুযোগ নিন। আপনার মেধা যোগ্যতা দক্ষতাকে বিকশিত করুন। আপনার আজ যা আছে তা নিয়েই জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার সাহস করুন। ইনশাআল্লাহ, আপনি জয়ী হবেনই।

        মানবজীবনের বড় দুঃখ এটাই যে বেশিরভাগ মানুষ এই সত্যটাকে অনুধাবন করতে পারে না। অথচ আল কোরআনে আল্লাহ বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্ট ও পরিশ্রমনির্ভর করে। [সূরা বালাদ, আয়াত ৪]

        Professor Answered on December 9, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.