RE: মানষিক রোগ কি?
আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্নটি করার জন্য।
মানসিক রোগ হলো :-
মনের রোগ অথবা মনের অসুখ।
যা হলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না এবং কোনো কিছুতেই মন বসবে না।
আর, সেটা হতে পারে কোনো আপনজনের আঘাতের কারনে।
বা, নিজেকে নিয়ে , কোনো কিছুর ভয় থেকে।
আবার কিছু না পাওয়া, বা সেখানে অর্থাৎ কোনো লক্ষ্যে ব্যর্থ হওয়ার কারণে।