RE: মানুষের উপর অযাচিত মায়া কিভাবে কমানো যায়?

      মানুষের উপর অযাচিত মায়া কিভাবে কমানো যায়?

      Zaman Train Asked on January 28, 2025 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        মায়াকে “মায়া” বলে উপলব্ধি করলেই মায়া অন্তর্হিত হয় । শুধুমাত্র মায়ার বৌদ্ধিক জ্ঞান হলে এমনটা সম্ভব নয় । আর মায়ার উপলব্ধির জন্য আগে মায়ায় জড়ানো প্রয়োজন । অর্থাৎ আগে মানুষের প্রতি টান তৈরি হবে, সেই টানে সাড়া দিতে হবে, সুখ পেতে হবে, হাসতে হবে, বিচ্ছেদযন্ত্রণায় কষ্ট পেতে হবে, কাঁদতে হবে, দিশেহারা হয়ে যেতে হবে, তারপর গিয়ে মায়াকে চেনার ও তাকে অতিক্রম করার অবকাশ আসবে ।

        তবে কবিগুরুর একটি উদ্ধৃতি এই প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ, তাই সেটার উল্লেখ প্রয়োজনীয় মনে করছি—

        হায় বুদ্ধিহীন মানবহৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহুবিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন সমস্ত নাড়ী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে।

        – পোস্টমাস্টার (রবীন্দ্রনাথ ঠাকুর)

        Professor Answered on January 28, 2025.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.