RE: মানুষ বৃদ্ধ হয় কেন?
প্রতিটি মানব কোষে নির্দিষ্ট সংখ্যক ডি.এন.এ রয়েছে, আর তারই একটা ছোট্ট অংশকে বলা হয় জিন। এই জিনগুলোই মানুষের বংশগতির ধারক ও বাহক। আর এই জিনজনিত কারণেই মানুষ মূলত বৃদ্ধ হয়।
সময়ের সঙ্গে সঙ্গে দেহের কোষ এবং ফাংশনগুলো হ্রাস পেতে থাকে। মূলত দেহের কোষ যত বেশি বিভাজিত হয়, তত বেশি বয়স বাড়তে থাকে। যত বয়স বাড়ে, ততই ক্ষতিগ্রস্ত হয় শরীরের ডি.এন.,এ। ডি.এন.এ পরিবর্তন হয় এবং প্রোটিন ও এনজাইমের নরমাল প্রসেসিং না হয়ে সেলকে উল্টো ইনঅ্যাকটিভ করে দেয়। পরিণামে কোষগুলো মারা যায়। যার ছাপ স্পষ্ট ফুটে ওঠে চেহারায়। একটা সময় কোষগুলো সঠিকভাবে কাজ করার সক্ষমতা হারায় এবং অসুস্থ হয়ে পড়ে। আর বাহ্যিক দিক থেকে চামড়া কুঁচকে যাওয়া, চুল পড়া, শরীরের রং পরিবর্তনের মতো নানান বৃ০দ্ধ হওয়ার লক্ষণ দেখা যায়।