RE: যৌন অক্ষমতা দূরীকরণে ঘরোয়া কোনো উপায় আছে কী?
যৌন অক্ষমতা আসলে কম বেশি সবারই রয়েছে। এটি এমন একটি সমস্যা যা সবার সাথে শেয়ার করা যায় না। ডাক্তারকে বলতেও লজ্জা লাগে। এমন অবস্থাতে ঘরোয়া এমন কোনো উপায় আছে কি যার মাধ্যমে ঘরোয়াভাবেই সমস্যটি দূর করা সম্ভব?
Add Comment
আপনাদের সম্পর্কের মধ্যেই সমস্যা রয়েছে বোধকরি। দুজনেই রোমান্টিক থাকুন সবসময়। হেসে-খেলে কথা বলতে শিখুন। পরিপূর্ন চাহিদা তৈরি করে বিছানায় যাবেন। ঘনঘন বিছানায় যাবেন না। সঙ্গীনিকে প্রচুর উত্তেজিত করে সহবাস করবেন। প্রয়েজনে বাজারে কিছু ঔষুধ পাওয়া যায়, খেয়ে দেখতে পারেন। SASTON নামে একটা ঔষুধ স্থানভেদে দাম কম-বেশি হতে পারে, খেয়ে সহবাস করে দেখতে পারেন। আশাকরি ভালো ফল পাবেন।