RE: শুনেছি টাক সমস্যার সমাধানে স্টেম সেল গবেষণা আশার আলো দেখিয়েছে, এটি কি সত্যি?
আসলে টাক সমস্যায় কেবল আপনি-আমি ভুগছি না। কেবল মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর ৮০ মিলিয়ন মানুষ চুল পড়া সমস্যায় নতুনভাবে যুক্ত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় ক্যালফনিয়ার স্যানফোর্ড-ব্রুনহ্যাম মেডিক্যাল রিসার্স সেন্টারের বিজ্ঞানীরা নতুন করে আশার কথা শুনিয়েছেন।
বিজ্ঞানীরা মানুষের ত্বকের স্টেম সেল থেকে ইঁদুরের দেহে নতুনভাবে চুল উৎপন্ন করতে সক্ষম হয়েছেন। বতর্মানে টাক মাথায় চুল গজাতে মাথার যে অংশে চুল নেই সে অংশে মাথারই অপর অংশ থেকে হেয়ার ফলিসেল রিপ্লেস করা হয়। এতে প্রধান সমস্যা হল পুরো ব্যবস্থাই হেয়ার ফলিসেল প্রাপ্যতার উপর নির্ভর করে।বিজ্ঞানীরা দাবি করেছেন বর্তমান গবেষনার ফলে টাক সমস্যা সমাধানের জন্য এখন আর হেয়ার ফলিসেলের প্রাপ্যতার উপর নির্ভর করতে হবে না। বরং রোগীর নিজ দেহের ত্বকের কোষ থেকেই করা যাবে টাক সমস্যার সমাধান। দেহ ত্বক আর মাথার ত্বকের হেয়ার ফলিসেলের ভিন্নতার দরুণ এতদিন ত্বকের হেয়ার ফলিসেল মাথায় প্রতিস্থাপন করা যেত না। বিজ্ঞানীদের বর্তমান গবেষণার ফলাফল অন্তত তাত্ত্বিকভাবে সম্পূর্ণ টেকো মাথার মানুষদের মাথায় ত্বকের স্টেম সেল ব্যবহার করে চুল উৎপন্ন করতে সক্ষম হবে।
তবে ইঁদুরের শরীরে স্টেম সেল বসিয়ে তা থেকে চুল উৎপন্ন করা বিজ্ঞানীদের তত্ত্বকে প্রতিষ্ঠিত করলেও বাস্তব ক্ষেত্রে মানবদেহে তা প্রতিষ্ঠার জন্য বিজ্ঞানীদের এখনও অনেক দূর যেতে হবে।