RE: সফলতা পাওয়ার জন্য কী করা দরকার?
সফলতা পাওয়ার জন্য কী করা দরকার?
সফলতা পাওয়ার জন্য আপনাকে তিনটা স্টেপ অবশ্যই ফলো করতে হবে।
এই তিনটা স্টেপ এর কোন বিকল্প নাই। আপনি জীবনের যে কোন পর্যায় থেকে থাকুন না কেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, উদ্যোক্তা হয়ে থাকেন এবং যদি চাকুরিজীবি হয়ে থাকেন তাহলে আপনাকে এর তিনটি জিনিস অবশ্যই অনুকরণ করতেই হবে।
1. Clarity: আমি বারবার এই কথাটা বলি যে, clarity is superpower অর্থাৎ সবথেকে গুরুত্ব দিয়ে আপনাকে আপনার লক্ষ্য কে পরিষ্কার ভাবে বুঝতে হবে এবং সেটা কে অবশ্যই মনের মধ্যে গেঁথে ফেলতে হবে।
অর্থাৎ আপনার কি চাই আপনি কোন জিনিসটা কে অর্জন করতে চাচ্ছেন?
2. Action: সফলতা পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। তাই আপনার লক্ষ্য কে কেন্দ্র করে আপনাকে নিয়মিত ভাবে অ্যাকশন নিতেই হবে।
জনপ্রিয় ফুটবল খেলোয়ার লিওনেল মেসি বলেছেন “আমাকে রাতারাতি সফলতা পেতে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে”
আপনি শুধু লক্ষ্য ঠিক করে বসে থাকলেন, আপনার লক্ষ কেউ পূরণ করে দিবে না।
আপনাকে শারীরিক এবং মানসিকভাবে একাগ্রতার সাথে র সে লক্ষ্যকে পূরণ করার জন্য নিয়মিত অ্যাকশন নিতেই হবে
- সংগতিপূর্ণ
- অঙ্গিকারবদ্ধ
- বাস্তবায়ন
অর্থাৎ আপনাকে আপনার অঙ্গীকার সংগতিপূর্ণ রাখতে হবে এবং সেটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
আপনি যদি এই তিনটা বিষয় অর্থাৎ (সংগতিপূর্ণ, অঙ্গীকারবদ্ধ এবং বাস্তবায়ন) করতে না পারেন তাহলে আপনি সফলতার স্বাদ পাবেন না, আর একবার সফলতার স্বাদ পাওয়া শুরু করলে আপনার ভিতরে কাজ করার প্রচন্ড ইচ্ছা তৈরী হবে।
3. Measure & Improve: আপনাকে পরিমাপ করে দেখতে হবে যে আপনি আসলে আপনার লক্ষ্য কে কেন্দ্র করে কিরকম একশন নিচ্ছেন আর কী কী ভুল করছেন?
আপনি যে অ্যাকশন গুলো নিচ্ছেন সেখানে অবশ্যই কিছু ভুল থাকবে এবং সেই ভুল গুলো যাতে পরবর্তীতে না হয় তার জন্য আপনাকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে।
আপনাকে ভুল করার কাজ এর একটা লিস্ট করতে হবে এবং ইম্প্রুভমেন্ট করার কাজ এর একটা লিস্ট করতে হবে।
একটা বিষয় কে অবশ্যই মাথায় রাখবেন ভুল করবেন সেটা ঠিক আছে, ভুল সবাই করে, কিন্তু ভুল কাজ টা বারবার করবেন সেটা একদমই আপনাকে ধ্বংস করে দিবে।
সফলতার জন্য এই তিনটা Step যথেষ্ট আপনি যদি কোন খেলোয়ার কে দেখেন, অভিনেতা-অভিনেত্রীকে দেখেন, রাজনীতিবিদদের কে দেখেন এবং ব্যবসায়ীদের কে দেখেন, সবাই এই তিনটা Step বুঝে অথবা না বুঝে অনুসরণ করছেন।
আমি নিজেও এই তিনটি ধাপ অনুসরণ করি এবং অনুসরণ করেই যাব।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং UPVOTE ভোট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই ধরনের পোস্ট নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
ধন্যবাদ