RE: সফল হওয়ার জন্য কী কী করতে হবে?

      সফল হওয়ার জন্য কী কী করতে হবে?

      Zaman Train Asked on December 26, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        জীবনে পাঁচটা কাজ তোমার ভবিষ‍্যতকে উজ্জ্বল করবে। তোমাকে সফল করবে।

        Never stop dreaming—বড়ো স্বপ্ন দেখো। বড়ো স্বপ্ন তোমার মনকে বড়োর দিকে ধাবিত করবে। তোমার মন হলো এমন বস্তু, সেটাকে যে স্বপ্ন দিয়ে সাজাবে, সেই স্বপ্নের দিকেই তোমাকে ধাবিত করবে। বড়ো স্বপ্ন তোমাকে বড়ো মানুষের সাথে বন্ধুত্ব করাবে। বড়ো স্বপ্ন তোমাকে বেশি পরিশ্রম করতে শেখাবে।

        Never stop believing—নিজের উপর বিশ্বাস রাখো। তোমার আশপাশে অনেকেই মনে করবে তোমাকে দিয়ে হবে না। তুমি পারবে না। কিন্তু তুমি যদি মনে করো তুমি পারবে না, তাহলে সবকিছু শেষ। তোমার আত্মবিশ্বাসের সাথে তোমার মন ধাবিত হবে। আত্মবিশ্বাস যতোটা শক্তিশালী চুম্বকের মতো হবে, তোমার মন ততোটাই প্রবল আকর্ষণে সেদিকে ধাবিত হবে।

        Never stop trying—চেষ্টা করাই কঠিন। কম সংখ‍্যক মানুষ কঠিন কাজটা করে। যারা সেই কঠিন কাজটা করে, তারাই এগিয়ে থাকে। চেষ্টা করতে হবে। নতুন নতুন বিষয় চেষ্টা করতে হবে। নিজের “কমফোর্ট জেন” থেকে বেরিয়ে আসতে হবে।

        Never give up—লেগে থাকো। শুধু শরীর দিয়ে নয়। লেগে থাকতে হবে মন দিয়ে। শরীর লাগালে হয় শ্রম, মন লাগালে হয় ধ‍্যান। পরিশ্রম ও ধ‍্যানের সমন্বয় ঘটলে তুমি হয়ে যাবে অনন‍্য। দশজনের চেয়ে আলাদা। পঞ্চ ইন্দ্রিয় খোলা রেখে লেগে থাকো। পর্যবেক্ষণ শক্তিকে বাড়িয়ে লেগে থাকো। যেনো কোন সুযোগ তোমার হাত থেকে বেরিয়ে যেতে না পারে।

        Never stop learning—শেখো, শেখো এবং শেখো। মানুষের জীবনটাই হলো শেখার। যতো শিখবে ততোই তুমি এগিয়ে থাকবে। অনেকে বলে, যতো শিখবে ততো ভুলবে। আমি বলি, যতো শিখবে ততো ভুলবে কিন্তু ততো পথও তৈরি করবে। সম্ভাবনার পথ। শেখো ও ভাবো।

        কনফুসিয়াস বলেছেন—

        “He who learns but does not think, is lost! He who thinks but does not learn is in great danger.”

        ………………………..

        Professor Answered on December 26, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.