RE: সফল হওয়া বা সফলতা অর্জন করার কি নির্দিষ্ট কোন বয়স আছে?
সফল হওয়া বা সফলতা অর্জন করার কি নির্দিষ্ট কোন বয়স আছে?
Add Comment
না নেই। পুরোটাই আপনার মানসিকতার উপর নির্ভর করে। আপনি যদি ভাবেন বয়স একটা সংখ্যা মাত্র, তাহলে কিন্ত তাই। আর যদি ভাবেন বয়স হয়ে গেল, তাহলেও তাই। তাই দেরী না করে কাজে ঝাঁপিয়ে পড়েন। শরীরের যত্ন নিন, সুষম খাবার খান, ওজন নিয়ন্ত্রণ করেন, ব্যায়াম করেন। শরীর ঠিক থাকলে বয়স আসলেই একটা সংখ্যা মাত্র।