RE: সাফল্যের রহস্য কী?

      সাফল্যের রহস্য কী?

      zoha Default Asked on December 23, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        সাফল্যের রহস্য হলো “ইস্তিগফার” ।

        যার উদাহরণ আমি নিজেই। জীবনে যত জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি, প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাকে আরো এক ধাপ সাফল্যের দিকে এগিয়ে নিয়েছে।

        রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন —

        • “বান্দার প্রাণ ওষ্ঠাগত (বের হয়ে যাওয়ার উপক্রম) না হওয়া পর্যন্ত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তার তাওবাহ্ কবুল করেন।” [তিরমিযী ৩৫৩৭ ]।

        চিরঞ্জীব ও চিরস্থায়ী, সম্মান ও মর্যাদার অধিকারী, মহাপবিত্র, সর্বজ্ঞানী ও সর্বশ্রোতা, সীমাহীন অনুগ্রহকারী মহান রব বলেছেন—

        • “আমার বান্দাদের জানিয়ে দাও,আমি বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু”। [সূরা হিজর : ৪৯]
        • “নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাদেরকে ভালবাসেন যারা তাঁর কাছে তাওবা করে এবং তিনি তাদেরকে ভালবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে।” [সূরা বাক্বারা: ২২২]।
        • “তবে কি তাঁরা আল্লাহর কাছে তাওবা করবে না (ফিরে আসবে না),তাঁর কাছে ইস্তিগফার করবে না (ক্ষমাপ্রার্থনা করবে না)?! আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা মায়িদা: ৭৪]।

        “তোমার জীবনে ইস্তিগফারের পরিমান বৃদ্ধি করো, কারন তুমি জানো না, কোন দিকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার রহমত তোমার উপর অবতীর্ণ হবে।” (হাসান আল- বসরি রাহিমাহুল্লাহ )

        ইস্তিগফার আমাদের জীবন নানানভাবে পরিবর্তন করতে পারে।

        যেমন- ইস্তিগফারে দুঃখ- দুঃশ্চিন্তা দূর হয়, দো’আর উত্তর আসে,ক্ষমার দরজা খুলে দেয়, রিযিকের দুয়ার খুলে দেয়, বিয়ে সহজ করে দেয়, সন্তান-সন্তানাদি আসতে সাহায্য করে, সম্পদে বারাকাহ বৃদ্ধি করে, হৃদয়কে কোমল করে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

        আপনার জীবনে যদি উপরের সমস্যা গুলোর অন্তত যেকোন একটি সমস্যা বিদ্যমান থাকে তাহলে ইস্তিগফারের পরিমাণ বাড়িয়ে দিন। আপনার লাইফের চেইঞ্জ আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন ইন-শা-আল্লাহ।

        কারণ-

        • রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন “যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিযিকের ব্যবস্থা করে দেবেন।” [আবূ দাউদ:১৫২০]।

        আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। ইনশা আল্লাহ।

        এবং তিনি আরো বলেছেন

        1. “যে ব্যক্তি নিজ আমলনামা দেখে খুশি হতে চায়, সে যেন বেশি করে ইস্তেগফার করে।” [সিলসিলা সহিহাহ: ২২৯৯]।
        2. “সুসংবাদ তার জন্য, যে তার আমলনামায় অনেক বেশি ইস্তিগফার পেয়েছে।” [সহিহুল জামি’: ৩৯৩০]।
        Professor Answered on December 23, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.