RE: সিনাই পাহাড় কোথায় অবস্থিত?

      সিনাই পাহাড় কোথায় অবস্থিত?

      hasan Doctor Asked on February 27, 2015 in ভ্রমণ.
      Add Comment
      1 Answers

        মিসরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত সিনাই পাহাড় বা সিনাই পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৮৫ মিটার উচ্চতায় এর অবস্থান। এ পর্বতের কথা আলোচিত হয়েছে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের গ্রন্থে। সিনাই পর্বতের কথা পবিত্র কোরআনের সূরা ত্বিনে বলা হয়েছে। হজরত মুসা (আ.) এ পর্বতে গিয়ে নবুয়ত লাভ করেন এবং তাওহিদের প্রচার মিশন শুরু করেন। এ কারণে এটিকে জাবালে মুসা বা মুসার পর্বতও বলা হয়। এটি উচ্চতার দিক থেকে মিসরের কাতেরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে।

        Doctor Answered on February 27, 2015.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.