RE: কোনটি ক্যারিয়ারের জন্য ভালো চাকরি নাকি ব্যবসা?
ব্যবসা এবং চাকরি ক্যারিয়ারের দুটি ভিন্ন দিক। এক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনদিকে আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন। প্রথমত ভাবুন কোনটি আপনাকে বেশি আকর্ষণ করে অর্থাৎ আপনি কোনটিতে বেশি আগ্রহবোধ করেন চাকরি নাকি ব্যবসা। যেটিতে বেশি আনন্দবোধ করেন সে দিকেই ক্যারিয়ার গড়তে পারেন। এছাড়া আপনার দুইদিকে যোগ্যতা থাকলে আপনি দুটিই করতে পারেন। তবে এতে আপনাকে অনেক বেশি শ্রম দিতে হবে।