RE: নামাজের ওয়াজিবগুলো কি কি ?

      Dinar Default Asked on August 3, 2025 in No Category.
      Add Comment
      1 Answers

        নামাজে মোট ১৪টি ওয়াজিব রয়েছে। ওয়াজিবগুলো ভুলক্রমে ছেড়ে দিলে সাহু-সেজদা দিতে হবে। আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ আদায় হবে না। এ ছাড়া ওয়াজিব ভুলক্রমে ছেড়ে দিয়ে সাহু-সেজদা না দিলেও নামাজ আদায় হবে না।

        নামাজের ওয়াজিবগুলো হলÑ

        ১. সুরা ফাতেহা পড়া।

        ২. সুরা ফাতেহার সাথে সুরা মেলানো।

        ৩. রুকু-সিজদায় দেরি করা।

         

        ৪. রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো।

        ৫. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।

        ৬. দরমিয়ানি বৈঠক অর্থাৎ দুইয়ের অধিক রাকাত নামাজের ক্ষেত্রে দুই রাকাত পরে আত্তাহিয়াতু’র জন্য বসা।

        ৭. উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া।

         

        ৮. ঈমামের জন্য কিরআত আস্তে’র জায়গায় আস্তে এবং জোরে’র জায়গায় জোরে পড়া।

        ৯. বিতর নামাজে দোয়া কুনুত পড়া।

        ১০. দুই ঈদ’র নামাজে অতিরিক্ত ৬ তাকবীর বলা।

        ১১. ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা।

        ১২. প্রত্যেক রাকাতের ফরয এবং ওয়াজিব’র তরতিব ঠিক রাখা।

        ১৩. ইমামে’র অনুসরণ করা।

        ১৪. সালাম ফেরানো।

        Doctor Answered on July 14, 2015.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.