RE: একা থাকতে থাকতে মানুষ অলস হয়ে যায় কেন?

      একা থাকতে থাকতে মানুষ অলস হয়ে যায় কেন?

      zoha Default Asked on November 21, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        প্রথমেই বলে নিই আমরা কেউ অলস না। আমরা শুধু কিছু কাজ করতে পছন্দ করি, কিছু কাজ করতে পছন্দ করিনা। আমরা যে লাইফস্টাইলকে অলসতা বলি এখানেও অনেক কাজ আছে। যেমন শুয়ে থাকা, ঘুমানো, মুভি দেখা, খাওয়া, ধিরে ধিরে অনাগ্রহের সাথে কাজ করা।

        আপনি খেয়াল করলেই দেখবেন আমাদের অলসতা নির্দিষ্ট কিছু কাজে। যে ছেলেটা ঘুমিয়ে থেকে দিন পার করে, তাকে যদি তার গার্লফ্রেন্ড বলে বাসায় কেউ নেই, আধা ঘন্টার মধ্যে চলে আসো একটু মজা করবো। সে ঠিকই এক ঘন্টার রাস্তা যেভাবেই হোক আধা ঘন্টায় পার করবে।

        যদি ওয়াশ রুমে যাওয়ার দরকার হয় জরুরিভাবে সে কি বসে থাকবে? না। আবার চরম কোন অলস ব্যাক্তির যদি ভোর ৫ টায় ফ্লাইট ধরতে হয় সে ও ঘরে বসে থাকবে না। যখন ক্ষুধা লাগে সে অবশ্যই রান্না করবে, বা খাবার কিনে আনবে, বা অর্ডার করবে।

        তার মানে আসলে কেউই অলস নয়, বরং আমরা কিছু কাজ করতে পছন্দ করি, বা বাধ্য হই, আর কিছু কাজ আমাদের ভালো লাগে না। আমাদের অলসতা খুব সিলেক্টিভ। যেমন ব্যায়াম করতে ভালো লাগে না, অফিসে যেতে ভালো লাগেনা। একা থাকলে এই ব্যাপার গুলো একটু বেশি হয়। কারন

        1. আপনি যখন একা থাকবেন আপনাকে কেউ তাগাদা দিবেনা কোন কিছু করতে। কোন ডেড লাইন ও থাকেনা। তাই আমরা আরাম করতে অভ্যস্ত হয়ে যাই।
        2. আপনি কাজ করলেন কি করলেন না এটার জবাবদিহি করতে হয়না।
        3. আপনি কোন কাজ করতে ভুলে গেলে কেউ মনে করিয়ে দেয়ার নেই। যেমন শার্ট আইরন করা, কোন কিছু কিনে আনতে ভুলে যাওয়া।
        4. অলস হলে আমরা নিজেদের নিজেরাই কাজে মোটিভেট করতে থাকি, কিন্তু এক পর্যায়ে এখানে ক্লান্তি চলে আসে।
        5. জীবন একঘেয়ে হয়ে উঠে বলে কর্মোদ্দম পাওয়া যায়না।
        6. সাইক্‌লোজি বলে মানুষ সহজাত ভাবেই কোন কাজ করলে চায় কেউ তার প্রসংশা করুক। একা থাকলে এই এপ্রিসিয়েশানটা পাওয়া যায়না। তাই আস্তে আস্তে কাজের আগ্রহ কমে যায়।
        7. যে নিতান্তই একা মানুষ তার জীবনে তেমন সেট কোন লক্ষ্য ও থাকেনা। তাই কোন কিছু করবার তাগিদ অনুভব করেনা।
        Professor Answered on November 21, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.