RE: বাটিক প্রিন্ট করার পদ্ধতিটা কী?

      ZoomBangla Answer Default Asked on November 11, 2025 in No Category.
      Add Comment
      1 Answers

        বাটিক প্রিন্ট করার নিয়ম

        প্রথম ধাপ :

        ১. মাড় ছাড়া সমান কাপড়ে নকশা আঁকতে হবে। প্রথমে পেন্সিল দিয়ে নকশা এঁকে নিতে হবে যাতে ভুল হলে তা রাবারের সাহায্যে মুছে ফেলা যায়। আঁকা শেষ হলে এর উপর কলম দিয়ে আঁকতে হবে।

        ২. এবার যে অংশে কাজ করা হবে সেটা টান টান করে ফ্রেমে অথবা পিন দিয়ে আটকাতে হবে।

        ৩. চুলার উপর পাত্রে ৪ ভাগ প্যারাফিন, ২ ভাগ মধু মোম আর ১ ভাগ রজন মিশিয়ে গলিয়ে নিতে হবে। গলা মাত্র পাত্র চুলা থেকে নামিয়ে তুলির সাহায্যে মোম নকশায় লাগাতে হবে। নকশার যে সব অংশে রঙ করা হবে না শুধু সেখানে মোম লাগাতে হবে। মোম জমে গেলে পাত্র আবার চুলায় দিতে হবে।

        ৪. ভুল জায়াগায় মোম পড়ে গেলে তার উপর চোষ কাগজ রেখে গরম ইস্ত্রি ধরলে বাড়তি মোম উঠে যাবে।

        ৫. প্রথম পিঠে মোম লাগানোর পর উল্টো পাশে একই জায়গায় মোম লাগাতে হবে। এরপর আবার প্রথমে যেখানে মোম লাগানো হয়েছিল সেখানে মোম লাগাতে হবে।

        ৬. তুলির বদলে জান্টিং (সরু নলওয়ালা হাতলসহ ছোট পাত্র) দিয়েও মোম লাগানো যায়। এক্ষেত্রে জান্টিং-এ গলা মোম নিয়ে সরাসরি মোম দিয়েই কাপড়ে নকশা আঁকা যায়।

        ৭. সব খানে মোম লাগানোর পর ফ্রেম থেকে খুলে কাপড়টি কমপক্ষে ১২ ঘণ্টা ছায়ায় রাখলে বা অথবা এক ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে কাপড়ে ভালো করে মোম বসবে।

        ৮. বাজারে নানান রকম রঙ কিনতে পাওয়া যায়। আবার তৈরির নিয়ম শিখে নিয়ে নিজেরাও নতুন রঙ তৈরি করা যায়।

        দ্বিতীয় ধাপ :

        ১. রঙ করার আগে কাপড়টি ১০ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে।

        ২. যে পাত্রে রঙ করা হবে সে পাত্রে ১ ছটাক ফুটন্ত গরম পানিতে রঙ গুলিয়ে নিতে হবে। কাপড়টি যাতে ভালোভাবে ভিজে তাই এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা পানি দিতে হবে। এরপর কাপড় দিয়ে ১৫ মিনিট কাপড়টি নাড়াচাড়া করতে হবে।

        ৩. গামলা থেকে কাপড়টি উঠিয়ে ঐ রঙের পানিতে ৯ চামচ লবণ গুলিয়ে কাপড়টি আবার ১৫ মিনিট রঙের পানিতে ভিজিয়ে রাখতে হবে।

        ৪. কাপড়টি রঙের পানি থেকে তুলে ঐ রঙের পানিতে ২ চামচ সোডা গুলে কাপড়টি আবার ১৫ মিনিট রঙের পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর কাপড়টি নেড়েচেড়ে আবার ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মোম ঢাকা অংশগুলোতে বেশি চাপ না লাগে।

        ৫. এরপর কাপড়টি পানি থেকে তুলে ২৪ ঘণ্টা ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে।

        ৬. শুকনো কাপড়ের মোম ছাড়ানোর জন্য ৩০ মিনিট ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত রঙ না উঠে ততক্ষণ পর্যন্ত বেশি করে ঠান্ডা পানি নিয়ে কাপড় ধুতে হবে।

        ৭. ফুটন্ত সাবান মেশানো পানিতে কাপড়টি পাঁচ মিনিট নাড়াচাড়া করলে মোম উঠে যাবে।

        ৮. মোম ছাড়ানো শেষ হলে কাপড়টি ঠান্ডা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

        ৯. এরপর কাপড় ছায়ায় শুকিয়ে নিতে হবে। মাড় দিয়ে কাপড় শুকিয়ে নিয়ে ইস্ত্রি করলে বাটিকের কাজ শেষ।

        ১০. নকশার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন রঙ করতে হলে বহু রঙের বাটিকও করা যায়।

        সাবধানতা

        : কাপড়ে মোম লাগানোর সময় সাবধান থাকতে হবে যেন নকশার বাইরে মোম ছড়িয়ে না যায়।

        Professor Answered on February 28, 2015.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.