RE: মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কোনটি?

      মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কোনটি?

      zoha Default Asked on December 3, 2024 in অনুসরণ.
      Add Comment
      1 Answers

        এই অভিজ্ঞতাটি আমার হয়েছে একটি ঘটনায়।

        পেশাগত ক্ষেত্রে পরিচিতির সুবাদে, আমার পরিচিত এক ব্যবসায়ীর বাড়ীতে, আমাদের দু’তিনদিন জন সহকর্মীর খাওয়ার নেমন্তন্ন ছিলো।

        ব্যবসায়ী হিসেবে তিনি সফল। অর্থের প্রাচুর্য, শিক্ষার আলো, সবদিক দিয়েই তিনি সফল। রাজপ্রাসাদসম বাড়ী, বিদেশী বহুমূল্যের একাধিক গাড়ীর মালিক। নিজের ছেলে মেয়েকে ব্যবসায় আসতে দেন নাই, বিদেশে শ্রেষ্ঠমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করিয়ে, তাঁদের প্রতিষ্ঠিত করেছেন এবং ছেলেমেয়েরা ও তাঁদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।

        অর্থ, শিক্ষা,সামাজিক যশ, প্রতিপত্তি, পারিবারিক শান্তি সবদিক দিয়েই, সেই ব্যবসায়ী শুধু সফল নয়, চুড়ান্তভাবে সফল। তাঁর কথায়, তিনি জীবনে যা চেয়েছেন, তাই পেয়েছেন, অপ্রাপ্তি শব্দটি তাঁর জীবনে স্থান করে নিতে, সক্ষম হয় নি।

        যখন আমরা, তাঁর ডাইনিং রুমে খেতে বসেছি, তিনি ও আমাদের সাথে বসেছেন। আমাদের খাবার সার্ভ করা হলো। তিনি বসে আছেন, আমাদের পাশে।

        যখন, আমরা তাঁকে ও আমাদের সাথে খেতে বললাম, তখন, তাঁর স্ত্রী জানলেন, তাঁর (অর্থাত্‍ তাঁর স্বামীর) নানারকম খাবারের প্রতি বরাবরই খুবই আকর্ষণ ছিলো, কিনতু, তিনি যতদিন বেঁচে থাকবেন, কোনোদিনই আর এসব খেতে পারবেন বলে সম্ভাবনা নেই, কারণ তাঁর গলায় বাসা বেঁধেছে, মারণব্যাধি অর্থাত্‍, ক্যান্সার। যতদিন বেঁচে থাকবেন, চিকিত্‍সকের নির্দেশ মতো, শুধু নির্দিষ্ট কিছু তরল পানীয়, তিনি খেতে পারবেন।

        অশিক্ষিত, নির্ধন হয়ে ও যদি কেউ, নীরোগ দেহে জীবনযাপন করতে সক্ষম হন, জীবনের রঙ তাঁর কাছে ধূসর হয়ে উঠে না।

        স্বাস্থ্য বা দৈহিক সুস্থতা যদি না থাকে, মনের উপর সেটার নেতিবাচক প্রত্যক্ষ প্রভাব পড়ে,

        জীবনের নানা সম্পদ বা শ্রেষ্ঠ সম্পদ ও অর্থহীন বলে, মনে হতে পারে।

        ধন্যবাদ।

        Professor Answered on December 3, 2024.
        Add Comment

        Your Answer

        By posting your answer, you agree to the privacy policy and terms of service.