RE: সিনেমার দৃশ্যের সাথে বাস্তবের এতটা অমিল থাকে কেন?
সিনেমার দৃশ্যের সাথে বাস্তবের মিল থাকবে না এটাই স্বাভাবিক। বলা হয়ে থাকে যে সিনেমা বাস্তবের হুবহু অনুকরণ নয় বরং কিছুটা অনুকরণ। বাস্তবের নির্যাস নিয়েই তৈরি করা হয় ফিল্ম বা সিনেমা। তাই বাস্তবের সাথে হুবহু মিল থাকবে না এটাই স্বাভাবিক। আসুন জেনে নিই কি ধরনের অমিল থাকে বাস্তব আর সিনেমার মাঝে।
১. প্রেমের কোনো দৃশ্যে হালকা বাতাসের ঝাপটা থাকে যা বাস্তবে মোটেও থাকে না।
কারণ :
প্রেম বিষয়টি যদি কারও প্রথমবার হয়ে থাকে সে বুঝবেন যে সে সেই সময়টিতে এক ধরনের শিহরণ অনুভূতি অনুভব করেন। শিহরিত হওয়ার সেই মহুর্তটিকে দেখানোর নিমিত্তেই এই ফ্যান্টাসী বাতাস দেয়া হয়ে থাকে।
২. প্রোটাগনিস্ট চরিত্রের বিপরীতে অ্যান্টাগনিস্ট চরিত্র থাকবেই যা বাস্তবে অতটা দেখা যায় না।
কারণ :
ফিল্ম বা নাটকের স্টোরি তৈরির কিছু নিয়ম রয়েছে যার মাঝে এই প্রোটাগনিস্টের পাশে অ্যান্টাগনিস্ট চরিত্র ডিমান্ড করে। আর এজন্যই দেখানো হয়। বাস্তবেও এই দুটি চরিত্র পাশাপাশি অবস্থান করে কিন্তু তা সবার অগোচরেই থেকে যায় পক্ষান্তরে সিনেমায় তা প্রকাশিত।
৩. নায়িকাকে প্রপোজ করার বিষয়টি যা বাস্তবে দেখা যায় নায়িকাও নায়ককে প্রপোজ করে।
কারণ :
আদিকাল থেকেই দেখা যায় নায়িকা বেশ লজ্জাকাতর হয়ে থাকে এবং নায়কই আগ্রহ সহকারে তাকে প্রপোজ করছে। তবে এটা বললে ভুল হবে না যে বর্তমানের অনেক মুভিতেই নায়িকাও নায়ককে প্রপোজ করছে।
৪. শয়তানদের সাথে মারামারির দৃশ্যে অলীক কিছু দেখানো যেমন নায়ক স্পাইডারম্যানের মত উড়ে চলছে, এক ঘুষিতেে ইটের দেয়াল ভেঙ্গে ফেলছে ইত্যাদি।
কারণ :
সিনেমা বিষয়টির সাথে কিছুটা অ্যাকশন এবং ফ্যান্টাসী বিষয় দুটি জড়িত। তাই নায়ককে সর্বশ্রেষ্ঠ প্রমাণের নিমিত্তে এই দৃশ্যগুলো দেখানো হয়ে থাকে।