257
Points
Questions
163
Answers
2
গালি মানুষ সেটা বলেই দেয় যেটাকে সে নিকৃষ্ট বলে মনে করে। মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণীর মর্যাদা দেয়া হয়েছে। তাই নিরীহ হলেও অন্য প্রাণীদের নিকৃষ্ট মনে করে তাদের নাম দিয়ে মানুষ গালি দেয়। শুধু যে কুত্তার বাচ্চা বলে গালি দেয়া হয় তা নয়, নিরীহ প্রাণী গাধার নাম দিয়েও গালি দেয়া হয়।
- 999 views
- 1 answers
- 0 votes
মিসরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত সিনাই পাহাড় বা সিনাই পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৮৫ মিটার উচ্চতায় এর অবস্থান। এ পর্বতের কথা আলোচিত হয়েছে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের গ্রন্থে। সিনাই পর্বতের কথা পবিত্র কোরআনের সূরা ত্বিনে বলা হয়েছে। হজরত মুসা (আ.) এ পর্বতে গিয়ে নবুয়ত লাভ করেন এবং তাওহিদের প্রচার মিশন শুরু করেন। এ কারণে এটিকে জাবালে মুসা বা মুসার পর্বতও বলা হয়। এটি উচ্চতার দিক থেকে মিসরের কাতেরিনা পর্বতের পরই দ্বিতীয় স্থানে রয়েছে।
- 1104 views
- 1 answers
- 0 votes