আপনার সারাজীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলবেন কি যা থেকে আমরা কিছু শিখতে পারি?
আপনার সারাজীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলবেন কি যা থেকে আমরা কিছু শিখতে পারি?
১। বেকার হলে, কোনো মতামত দানে বিরত থাকা বাঞ্ছনীয়। কারণ, যতই মূল্যবান মতামত দেয়া হোক, বেকারত্বের কারণে, সে সব মতামত, অবমূল্যায়নের প্রবল সম্ভাবনা রয়েছে,
২। বেকার হলে, বিয়ে বাড়ীতে, অনুষ্ঠান বাড়ীতে গেলে ও নিজেকে একটু সন্তর্পণে রাখা উচিৎ, কারণ, ভিড়ের মাঝে কে কোথায় সবার সামনেই চিৎকার করে, “কী, তোমার হিল্লে কিছু হলো, না বেকার জীবনের মায়া ছাড়তে পারছো না ?” বলার জন্য ঘাপটি মেরে বসে আছে, বুঝা বড় দায়।
৩। বেকার হলে, সুযোগ থাকলেও, খুব দামী জামা, কাপড় (ধরা যাক উপহার হিসাবেই পাওয়া গেছিলো) না পরাই ভালো ? পরলে আপত্তি নেই, কিন্তু, হঠাৎ করেই তীরের মতো ছুটে আসা “জামাটা তো সুন্দর, দামী, কে দিলো ?” প্রশ্নটা বিঁধতেই থাকে অনেকক্ষণ ধরে…,
৪। “আহা রে তোমার একটা চাকরী হয়ে গেলে…, ভীষণ কষ্ট হয় তোমার জন্য” এই যে সহানুভূতি, এর মাঝে সহ অনুভূতির চাইতে, অনুকম্পার প্রাবল্য বেশী,
নিমগাছের পাতা তেতো, খেতে বিস্বাদ, কিন্তু, দেহের জন্য স্থায়ী সুফলদায়ী।
জীবনের তিক্ত অভিজ্ঞতাও সেরকমই, আপাতদৃষ্টিতে তেতো মনে হলেও, জীবনের জন্য মহামূল্যবান।
কারণ, জীবনের যত তিক্ত অভিজ্ঞতা, সে সব পরবর্তী কালে জীবনকে সোনায় মুড়ে রাখে।