আপনি আজ সেরা জিনিসটি কী শিখলেন?
আপনি আজ সেরা জিনিসটি কী শিখলেন?
Add Comment
আমাদের দেশে একজন ছেলের ২৫ বছর বয়স না হওয়া,, পর্যন্ত সে যেন পুরুষের তালিকায় আসে না, বিয়ে তো অনেক দূরের কথা। অন্যদিকে মেয়ের বয়স ১৫ হলেই তার মামি, খালা, ফুফুদের যেন মেয়েকে বিয়ে দেয়ার জন্য মনে মনে দিন গণনা শুরু হয়। কিশোর-কিশোরীদের প্রেম বেশিরভাগ ক্ষেত্রে সমবয়সীদের মাঝে দেখা যায়। মেয়ের থেকে ছেলে সর্বোচ্চ ৬
বছরের হলেও এদের মাঝে প্রেম ভাল জমে। তবে সমবয়সীদের প্রেমের হার বর্তমানে বেশি। তাই যখন একটি মেয়ের পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তত হয়ে যায়, তখন হয়ত তার প্রেমিকের নিজেকে পালন করার ক্ষমতাও অর্জিত হয় না।
ফলাফল ছেঁকা। এখানে মেয়েটি পরিবারের কাছে হেরে যায় আর ছেলে হেরে যায় বাস্তবতার কাছে। কিন্তু দোষ হয় সেই নারীর, কারণ সে অপেক্ষা করেনি। আজকের মত বিদায়