কিভাবে সহজেই মানুষের মন নরম করা যায়?
কিভাবে সহজেই মানুষের মন নরম করা যায়?
Add Comment
হিউম্যান নেচার হলো, Frist impression is last impression কারো সাথে প্রথম সাহ্মাতে এমন কিছু করেন যাতে আপনার প্রতি তার একটা ভালো ধারনা তৈরি হয়। একবার ভালো ধরনা হয়ে গেলে যাই করেন তার মনে আপনার জন্য একটা ভালো ধরনা সবসময় কাজ করবে। কথায় আছে না পছন্দের মানুষের সাত খুন মাপ। মানুষটা (আপনি) যদি একবার মনে ধরে যায় সে যাই করুক যত মন কঠিক হোক না কেনো মন নরম করতে বাধ্য। তবে একেক জনের জন্য একেক পন্থা। মানুষটা আপনার কে হয়, এবং সে কি আপনার আগে থেকে পরিচিত কিনা বা মন শক্ত করার কারন জানার পরেই সমাধান দেয়া সম্ভব। ধন্যবাদ।