চোখের নিচে কালি কমানোর উপায় কি?
চোখের নিচে কালি কমানোর উপায় কি?
১। প্রতিদিন রাতে একটানা ৮/১০ ঘন্টা ঘুমাতে হবে। ঘুম কম হলেই চোখের নিচে কালি জমবে।
২। পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি খেতে হবে। দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।
৩। লম্বা সময় ধরে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। চোখের বিশ্রাম দরকার আছে।
৪। শশা গোল করে কেটে চোখের উপর রাখিবেন। দশ মিনিট। অনেকে টোমেটো ও ডিমের সাদা অংশও ব্যবহার করে।
৫। আলুর রস চোখের নিচের কালো দাগ দূর করে। ঘরোয়া চিকিৎসা অনেক রকম দিকদারি। এজন্য ক্রীম ব্যবহার করে।
৬। বিষন্ন থাকা যাবে না। সব সময় হাসিখুশি থাকিতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। কারো ক্ষতি করা যাবে। মানবিক এবং হৃদয়বান মানুষ হতে হবে।
৭। রোদ এবং ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে সানগ্লাস এবং মাকস ব্যবহার করবেন।
৮। কয়েকটি ক্রিমের নাম বলি:
Cerave Eye Repair Cream,
The Ordinary Caffeine Solution 5%
3W Clinic Honey Eye Cream
Cosrx Advanced Snail Peptide Eye Cream
চোখের যত্ন নিন। চোখ আপনার যত্ন নেবে।