জীবনের সবচেয়ে কঠিন কাজ কী?

    জীবনের সবচেয়ে কঠিন কাজ কী?

    Train Asked on January 24, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      1. এখানে ভালো হতে যাবেন তবে দাম পাবেন না।
      2. নীতি বহির্ভূত সঠিক কথা বললেও মূল্য দেবে না কেউ, বরং অপমান করে তাড়িয়ে দিবে।
      3. এখানে ন্যায্য বিচার পাবেন না।
      4. এটা হলো ফিতনার যুগ। এই যুগের জীবনে নিজের শালীনতা, চালচলন, আচার-আচরণ রক্ষা করা নিদারুণ কষ্টকর।
      5. বাধ্য হয়ে এমন কতো কাজ করতে হবে, যা করা আর জলন্ত কয়লা হাতে নিয়ে রাখার সমান ঠেকবে।
      6. প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের পরিবারের খোঁজ নেওয়াটা সময়ের অপচয় মনে হবে। অনেক পীড়াদায়ক ঠেকবে।
      7. নিজের ইমান রক্ষা করা কষ্টকর হয়ে যাবে।
      8. আসল মালিকের খবর থাকবে না নকল মালিক এসে সব ক্রেডিট নিয়ে যাবে, টেরও পাবেন না।
      9. সুদ-ঘুষ পরিহার করে চলবেন??( হা হা হা)-তখন আপনিই বলবেন আমার পক্ষে সম্ভব না…
      10. দুর্নীতিতে ঘিরে যাবে পুরো সমাজ। বাঁচবেন কোন দিক দিয়ে শুনি?
      11. কাকে বিশ্বাস করবেন? সবাই তো মুখোশের আড়ালে সাধু বাবা হয়ে বসে আছে আপনাকে সাহায্য করার জন্যে।
      12. প্রতিবাদ করবেন কীভাবে? প্রতিবাদ করার জন্য মনের যেই প্রবল আগ্রহ-উদ্দীপনা লাগে সেটাই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।
      13. সবকিছুই জটিল মনে হবে। একটু সফলতা পেয়ে গেলেই যে মানুষটা প্রতিজ্ঞা করে রেখেছে কখনো অহংকারের বশবর্তী হবে না, সেই নিজের ঢোল নিজেই পিটবে।
      14. হঠাৎ যদি সবকিছু শেষ হয়ে যায় আপনার? শূণ্য হাতে পথে বসে গেলে জীবনকে টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে যাবে।
      15. ভালো মানুষ হয়ে আর কয়দিন? মন বলবে এবার একটু খারাপ হয়ে দেখা যাক না।
      Professor Answered on January 24, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.