জীবনে উন্নতি করার সবচেয়ে ভালো উপায় কী?

    জীবনে উন্নতি করার সবচেয়ে ভালো উপায় কী?

    Default Asked on February 3, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      নিজেই নিজেকে উন্নত করা একটি শিল্প যা সবাই পারে না।অভ্যাসই মানুষের মূল চরিত্র। অভ্যাস বদলে গেলেই মানুষও বদলে যায় মানুষের জীবন ধারায় অনেক পরিবর্তন আসে। হয়তো আপনি ভালো নয়তো খারাপ কিংবা আপনার মধ্যে এমন কিছু অভ্যাস আছে তা চিরতরে পরিবর্তন করতে চাচ্ছেন। মানুষ পরিবর্তন হয় , নানান সময়ে নানান কারনে মানুষের অনেক পরিবর্তন আসে আর যায়। খুব নেশাগ্রস্ত থাকা মানুষটি একদিন পালটে যায় হুট করে তার জীবনের মোড নিয়ে আসে। যখন মানুষ পরিবর্তন হয় অন্ধকার জগৎকে চিরকালের জন্য বিদায় জানায়।

      টপার এবং আপনার মধ্যে পার্থক্য কী?

      একজন টপার সবসময় চেষ্টা করে সময়ের সাথে চলতে সোজা কথায় সময়কে মূল্য দিতে জানে। একজন টপার এই বিষয়টির গুরুত্ব বোঝে।

      একজন টপার দৈনন্দিন কাজ করার জন্য ডেইলি রুটিন ফলো করে।একই কাজ বার বার করতে থাকে এভাবে তাদের জীবনে সৃষ্টি হয় । ফলে তারা অধিক সফলতা দিকে তাড়াতাড়ি ছুটতে থাকে পড়ালেখায় কিংবা কাজের ক্ষেত্রে সাফল্য আসে সহজ স্বতঃস্ফূর্ততায়। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় এটা আমরা সবাই জানি তবে আমরা বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট জিনিস ত্যাগ করতে রাজি হয়না।

      ১। একজন টপারের একটা নিদিষ্ট জায়গায় ফোকাস থাকে এবং আপনার নিদিষ্ট কোন কাজের প্রতি ফোকাস থাকে না।

      ২। একজন টপার তার লক্ষ্য সম্পর্কে অবগত এবং আপনার কোন সুনির্দিষ্ট লক্ষ্য নেই ।

      ৩। একজন টপার স্থির থাকে এবং আপনি স্থির থাকতে পারেন না।

      ৪। একজন টপার কখনও তার সময় নষ্ট করে না এবং আপনি সোশ্যাল মিডিয়ায় কিংবা খেলাধুলা নিয়ে অধিক সময় নষ্ট করেন।

      ৫। একজন টপার নিজেকে অনুপ্রেরণা করতে মোটিভেশান বই পড়ে থাকে আপনি নিজেকে অনুপ্রেরণা করতে ইউটিউবে মোটিভেশান ভিডিও দেখে থাকেন।

      নিজেকে জিজ্ঞাসা করুন আপনার লক্ষ্য কী?

      জীবনে যা-ই পেতে চাই না কেন আমরা আমাদের মাঝে যদি লক্ষ্য না থাকে তাহলে আমরা কোন দিন সফল হতে পারবো না। সফলতা পেতে হলে লক্ষ্য ঠিক করে তার জন্য পরিশ্রম করতে হবে অনেক।

      শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয়, সার্থকতা লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে। কি কারণে মানুষ আপনাকে মনে রাখবে সেটা আপনার সিদ্ধান্ত। বর্তমানে আপনার লক্ষ্য কি আপনার অর্জন কি সেটা কি আপনার সাথে মেলে যদি আপনার লক্ষ্যর সাথে মেলে যায় তাহলে এটা নিয়ে দিনরাত মনোবল হয়ে কাজ করলে আপনার লক্ষ্য একদিন অর্জন করা সম্ভব।

      আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান?

      আমাদের ভিতরে একটা জড়তা হলো আমাদের কোন সঠিক পরিকল্পনা নেই। আমরা কি করি তার কোন ডেইলি রুটিন থাকে না। নিদিষ্ট সময়ে নিজেকে কোথায় দাড় করতে চাই তার ও কোন সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে না।আমাদের দিন চলে যায় কি করে শুরু করবো কখন শুরু করবো এটা ভাবতে ভাবতে অনেক সময় অনেক দিন পার করে দি তবুও শুরু করবো শুরু করবো বলে শুরু টা করা হয়না।

      সফল মানুষরা তাই করে যা ব্যর্থ মানুষরা সচরাচর করতে চায় না, কখনো চিন্তা করো না সব কিছু সহজ হবে, চিন্তা কর তুমি সবার থেকে ভালভাবে করতে পারবে।
      সফল মানুষরা এতো কেন সফল আমরা কোন দিন কি এটা নিয়ে ভেবে দেখেছি। আমরা হারানোর ভয় কে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা জয়ী হবার আগে নিজের আত্মবিশ্বাস কে হারিয়ে দি তাই আমরা সহজে জয়ী হতে পারিনা।জয় হতে হলে নিজেকে আত্নবিশ্বাসী করে তুলতে হবে,হারার আগে একবার জিততেই হবে একবার অনেক বার হেরেছি আর হারবো না এবার আমাকে জিততে হবে এমন মন মানসিকতা থাকতে হবে আমাদের মাঝে তাহলে আমরা জিততে পারবো।

      Professor Answered on February 3, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.