নিজের করে নিজের লক্ষ্য স্থির করতে পারিনা কী করা যায়?
নিজের করে নিজের লক্ষ্য স্থির করতে পারিনা কী করা যায়?
ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, এই দলের মধ্যে অসংখ্য ব্যক্তিবর্গ রয়েছে যারা নিজের লক্ষ্য স্থির করতে পারছেন না, আপনি কিন্তু একাই এখানের সদস্য নন।
পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং এখানে তিনটি বিষয়ে কথা উল্লেখ করা হয়েছে যা পুরোপুরি সাহায্য করবে আপনার লক্ষ্যে স্থির করার জন্য।
১. কি করতে হবে: কি করতে হবে আমরা অনেকেই জানি কিন্তু শুরু করতে পারি না এবং এটিকে পরিমাপ করতে পারিনা, তাই সবার আগে কি করতে হবে এটা স্পষ্ট করে লিখতে হবে এবং বারবার নিজেকে বলতে হবে।
২. কতটা সময়ের জন্য করব: কি করতে হবে এবং সেটা কতটা সময়ের জন্য করতে হবে, এ দুটি বিষয়কে একসাথে নিয়ে কিভাবে লক্ষ স্থির করতে হয় তা আমরা অনেকেই জানিনা।
যেমন আমি আগামী এক বছরের মধ্যে ইংরেজিতে দক্ষ হব এখানে পুরোপুরি এক এবং দুই নাম্বার বিষয়টি উল্লেখ হয়েছে অর্থাৎ এক বছরের মধ্যে ইংরেজিতে দক্ষ হব।
আপনার লক্ষ্যকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলতে হবে তা না হলে সেটিকে আপনি কোনদিনও স্থির করতে পারবেননা।
৩. সঙ্গ দোষে লোহা ভাসে ফর্মুলা জানতে হবে: এক এবং দুই নাম্বার যতই ঠিক করুন না কেন? তিন নাম্বারে এসে সৃষ্টি হয় সকল গন্ডগোল
আপনার তো লক্ষটি করা হয়েছে যে আপনি একবছরের মধ্যে ইংরেজিতে দক্ষ হবেন এখন আপনি হিন্দি এবং বাংলা সিনেমা দেখছেন। ব্যাপারটা তাই হল লক্ষ তৈরি করলেন একটি এবং কার্যকলাপ করলেন আরেকটি।
লক্ষ অনুযায়ী আপনাকে ইংরেজি কনটেন্ট গ্রহণ করতে হবে ইংরেজি সিনেমা, ইংরেজি গান, ইংরেজি পত্রিকা ইত্যাদি।
ব্যাপারটিকে সহজ ভাবে ধরে রাখলে হবে না এটি একটি জটিল পদ্ধতি, তাই লক্ষণ অনুযায়ী সেই সমস্ত বিষয় বস্তু গুলোর সাথে সম্পর্ক তৈরি করুন যা আপনার লক্ষ্যকে খুব তাড়াতাড়ি সফল করবে এবং সেই সমস্ত বিষয়গুলোকে বর্জন করা শুরু করুন যা আপনার লক্ষ্যকে কোনদিনও পূরণ করার জন্য সাহায্য করবে না।
আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন ( জ্ঞান বিতরণ করলে কমবে না বরঞ্চ চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে) এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।