পেনড্রাইভে ভাইরাস যেন আক্রমণ না করে করে এর জন্য কী করতে হবে?

পেনড্রাইভে ভাইরাস যেন আক্রমণ না করে করে এর জন্য কী করতে হবে?

Add Comment
1 Answer(s)

    পেনড্রাইভ সঠিকভাবে ব্যবহার না করলে ভাইরাস আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। জেনে নিতে পারেন কীভাবে পেনড্রাইভ ব্যবহার করলে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

    পেন ড্রাইভ ব্যবহারের নিয়ম :

    – সবসময় পেন ড্রাইভ পোর্ট থেকে ৯০ ডিগ্রীতে ইন্সার্ট করুন।

    – খুব প্রেয়োজন না হলে ফরম্যাট করবেন না।

    – ১৫ দিনে একবার হলেও ডি-ফ্র্যাগমেন্ট করুন।

    – যখনই পেন ড্রাই আন-প্লাগ করবেন তখন safely remove option ব্যবহার করুন।

    – পেন ড্রাইভের সিরিয়াল নম্বর সযত্নে রাখুন।

    – পেন ড্রাইভ খোলার আগে ভাইরাস আছে কিনা চেক করে নিন।

    এছাড়া কিছু সতর্কতাও অবলম্বন করুন। যেমন :

    – এমন কোনো কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করাবেন না যেখানে অ্যান্টিভাইরাস দেয়া নেই বা অনেক বেশি ভাইরাস আক্রান্ত।

    – দোকানের পিসিগুলোতে পেনড্রাইভ ব্যেবহার করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ

    Professor Answered on July 15, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.