প্রত্যেক মুসলমানই কি, কোনো না কোনো সময় জান্নাতে যাবে?

    প্রত্যেক মুসলমানই কি, কোনো না কোনো সময় জান্নাতে যাবে?

    Train Asked on August 28, 2019 in ইসলাম.
    Add Comment
    1 Answer(s)

      কোন ঈমানদার ব্যক্তি শিরক ও কুফর ছাড়া যত বড় গোনাহই করুক না কেন;  চিরকালের জন্য সে জাহান্নামে থাকবে না। তার শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে।

      রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

      عن أنس عن النبي صلى الله عليه و سلم قال يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير

      যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি যব পরিমাণও নেকী থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে।

      (সহীহ বুখারী, হাদীস নং ৪৪, সহীহ মুসলিম, হাদীস নং ১২৫)।

      Professor Answered on August 28, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.