প্রেম-ভালবাসার কিছু মনঃস্তাত্তিক সত্য ঘটনা কী কী?

    Train Asked on November 27, 2023 in ভালোবাসা.
    Add Comment
    1 Answer(s)

      আপনি যাকে ভালোবাসেন, তাকে বারবার ভালোবাসার কথা বলুন, আপনাকে ভুলা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে (যদি না সে চরম স্বার্থপর না হয়)। আর অপরদিকে , তার প্রতি আপনার ভালোবাসার অভাব, বিশ্বাস করুন তাকে অনেক দূরে সরিয়ে নিতে পারে।

      কাউকে ভুলতে বাধ্য হলে, কিংবা দুজনের মধ্যে কেউ একজন বেইমানি করলে, প্রথমে ঐ লোকটির জন্য, ওকে মনে করে অনেক কষ্ট হতে পরে। কিন্তু যদি ঐ লোকটির প্রতি মোহ একবার কেটে যায়, বিশ্বাস করুন তাকে ভুলা অনেক সহজ হবে । মনে হবে সে সাধারন একজন , এবং অন্যদেরই মতো ।

      উপরের দুইটি কথায়, একটিতে ভালোবাসা জিইয়ে রাখার, আর অন্যটিতে ভালোবাসা মেরে ফেলার দুটি চরম বাস্তবিক মনঃস্তাত্তিক রুপ।

      Professor Answered on November 27, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.