বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট এর নাম কি?

    বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট এর নাম জানতে চাই?

    Add Comment
    1 Answer(s)

      বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট এর নাম হচ্ছে,  ব্র্যাক অন্বেষা । যা বাংলাদেশের প্রথম ক্ষুদ্রআকৃতির কৃত্রিম উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট । যা ২০১৭ সালের ৪ জুন মধ্যরাত ৩টা ৭ মিনিটে একটি কার্গো রকেটের মাধ্যমে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সিআরএস-১১ অভিযানের মাধ্যমে স্যাটেলাইটটিকে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাঠানো হয় । এরপর  ২০১৭ সালের ৭ জুলাই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে এর নিজস্ব কক্ষপথে ন্যানো স্যাটেলাইটটিকে  ছাড়া হয়। মহাকাশ থেকে বাংলাদেশের ভূ-প্রকৃতি, নদ-নদী, সাগর-পাহাড়, গ্রাম-নগর ইত্যাদির আলোকচিত্র ধারণ করা যাবে এই ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থান করে প্রতিদিন ১৬ বার সমস্ত পৃথিবীকে এবং প্রতিদিন ৪ থেকে ৬ বার বাংলাদেশকে প্রদক্ষিণ করবে ।

      Professor Answered on February 16, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.