মানুষের পেট থেকে কিভাবে কথা বের করা যায় ??
মানুষের পেট থেকে কিভাবে কথা বের করা যায় ??
Add Comment
- তাকে টাকা ধার দিন।
- রেস্টুরেন্টে নিয়ে পেটপুরে খাওয়ান এবং বিল দিয়ে দিন।
- তাঁকে মাত্রাতিরিক্ত প্রশংসার সাগরে ভাসান।
- তাঁর মনস্তত্ত্ব অনুযায়ী আচরণ করুন।
- সে যেটা লাইক করে আপনিও সেটা লাইক করুন।
- তার সাথে মতের অমিল থাকলেও সাময়িক সময়ের জন্য হলেও তাঁর সাথে সহমত হোন।
- তার প্রতি সহানুভূতিশীল হোন।
- নিজেকে প্রয়োজনের খাতিরে হলেও তার কাছে দুর্বল করে ফেলুন।
- তাঁকে সঙ্গ দিন।
- তাঁকে বেশি বেশি নাম ধরে সম্বোধন করুন।
- আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।