আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
এক বাবা তার ছেলেকে নিয়ে একবার ঘুরতে বের হলো, তাদের সাথে ছিল তাদের প্রিয় একটি গাধা যা তাদের বাহন হিসেবে কাজে দিত। বাবা তার ছেলেকে গাধর পিঠে বসিয়ে দিল এবং নিজে হেটে যেতে লাগল। পথিমধ্যে ২ জন লোকের সাথে দেখা হলো, তারা বলল “দেখো এই ছেলেটি কতটা অসভ্য, নিজে গাধার পিঠে করে যাচ্ছে আর বাবাকে হাটিয়ে নিয়ে যাচ্ছে।
একথা শুনে ছেলে নিচে নেমে এলো এবং বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল। কিছুদুর যেতে আবার কিছু মানুষের সাথে দেখা হলো, তারা বলল “দেখো এই লোকটি কত নির্দয় নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেটিকে হাটিয়ে নিয়ে যাচ্ছে।”
এবার বাবা এবং ছেলে ২ জনই হেটে হেটে যেতে থাকলো আর গাধাটিও তাদের সাথে চলতে লাগলো। পথে আবার দেখা হলো কিছু মানুষের সাথে, তারা বলল “এই লোকটিকে দেখ, তাদের সাথে গাধা আছে, তবুও তারা হেটে হেটে যাচ্ছে। তাদের কোন বুদ্ধি নেই বোধহয়।”
এবার একথা শুনে তারা ২ জনই গাধার পিঠে চড়ে বসল এবং চলতে লাগল। পথে কিছু লোকের সাথে দেখা হলো, তারা এবার বললো “এই মানুষদুটি কত নির্দয়, একটা অবলা গাধার উপর কত জুলুম করছে, তাদেরকে এই গাধা অভিশাপ দিচ্ছে।”
এবর লোকটি সবশেষে গাধাটিকে বেধে নিজেরা কাধে তুলে নিল। পথে একটি পুল ছিল যেখানে পারাপারের সময় হঠাৎ গাধাটি নদীতে পরে যায় এবং ভেসে অনেক দুর চলে যায়। এবার পেছন থেকে ২ জন লোক বলে উঠল দেখো লোকটি কত বোকা, এভাবে কেউ গাধাকে নিয়ে যায়?”
শিক্ষা: আমাদের জীবনে আমাদের সিদ্ধান্তই প্রধান, আপনার প্রত্যেক কাজে সবাই খুশি হবে না, তবে আপনি তাদের মতো করে চলতেও পারবেন না। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং বুঝে শুনেই নিন।