আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি কী শিখেছেন?
জীবনের অনেক কিছু শিখেছি। অনেক কিছুই দেখেছি। হয়ত অনেক বড় জীবন নয়। তবে জীবনের কিছু কঠিন সময় ও বাস্তবতা দেখছি। শিখেছি যে পৃথিবী অনেক কঠিন এক জায়গা।
সবচেয়ে গুরুত্বপূর্ন শিক্ষা – Life Never Stops For Anyone!
অনেকেই বলে থাকেন তাকে ছাড়া বাচব না। আমি মরে যাব। সুইসাইড করব। ভাল লাগে না। জীবনের কোন অর্থ নেই। আরও অনেক কিছু।
আপনি নিজেকে কি আয়নার সামনে দাড় করিয়ে একবার প্রশ্ন করেছেন। আপনি কে?
যদি না করে থাকেন তবে আজ এই মুহূর্তে করে দেখুন। কি দেখছেন। আপনাকে তাই তো। মনে হচ্ছে এক হতাশ গ্রস্থ ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমারও ঠিক এমন মনে হয়েছিল। আমিও ভেবে ছিলাম। বাচব না। অনেক কিছু করব। স্বপ্ন ভেঙ্গেছে।
কিন্তু না, সময় আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। বেচে থাকার মর্ম বুঝিয়েছে। জানিয়েছে তুমি পারবে। চেষ্টা কর। জীবনে থেমে থাকার নয়। হয়ত জীবনে ভাল কিছু অপেক্ষা করছে। কে জানে তুমি এর থেকেও ভাল থাকতে পারো।
তাই আমি এখন ভাবি না। জীবন থেমে থাকবে না। চলবে তাই মানিয়ে নেয়াটা শিখতে হবে। কারো জন্য থেমে থেকে নিজের জীবন নষ্ট করে দেয়ার মানে নেই।