আমি একটা অনলাইন নিউজ সাইট তৈরী করতে চাই, কীভাবে করবো, কেমন খরচ পড়বে?

    আমি একটা অনলাইন নিউজ সাইট তৈরী করতে চাই, কীভাবে করবো, কেমন খরচ পড়বে?

    Add Comment
    1 Answer(s)

      বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিছু ডেভেলপার কোম্পানি রেডি নিউজ টেম্প্লেট তৈরি করে বাজারজাত করছে। সেগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলার থিমগুলো কাস্টমাইজ করা খুবই সহজ। তবে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে করে ফেলতে পারেন।

      নির্ধারিত থিমগুলো যদি ভালো না লাগে সেক্ষেত্রে পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে সাইট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই কোন অভিজ্ঞ ওয়েব ডেভেলপার দিয়ে করাতে হবে। একটি মানসম্পন্ন নিউজ সাইট তৈরির জন্য অবশ্যই সিএসএস, জাভাস্ক্রিপ্ট, সিএমএস, এইচটিএমএল৫, এক্সএইচটিএমএল ব্যবহার করতে হবে।

      ওয়ার্ডপ্রেস/ড্রুপাল/জুমলার থিমগুলো ব্যবহার করে একটি নিউজ সাইট তৈরি করার কিছু প্রাথমিক ধাপ শিখিয়ে দিচ্ছি।

      ১) প্রথমে আপনার একটি ডোমেইনি-এর নাম ঠিক করতে হবে। তারপর https://www.godaddy.com থেকে আপনার ডোমইনটি রেজিস্ট্রেশন করতে হবে। https://www.godaddy.com থেকেই প্রয়োজন অনুযায়ী হোস্টিং নিয়ে নিতে পারবেন। অথবা অন্য কোনো হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকেও ক্রয় করতে পারবেন।

      ২) তারপর https://www.themeforest.net এ গিয়ে কিছু রেডি টেম্প্লেট থেকে একটি থিম কিনে নিতে হবে। থিমের মূল্য নির্ভর করবে তার ইউজার ইন্টারফেস, ডিজাইন এবং কাস্টমাইজেশন সুযোগ-সুবিধার উপর। তবে একটি থিমের সর্বনিম্ন মূল্য ৪০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত।

      ৩) উপরের কাজগুলো হয়ে গেলে সাইটটি কাস্টমাইজ করে ডোমেইনের সিপ্যানেলে গিয়ে আপলোড করতে হবে। সাইটটি সঠিকভাবে আপলোড শেষ হলেই আপনার সাইটটি ভিজিট করা সম্ভব হবে।

      সাধারণত ওয়ার্ডপ্রেস/ড্রুপাল/জুমলার থিম ব্যবহার করে একটি সাইট বানাতে খরচ পড়বে সর্বনিম্ন ১০ হাজার টাকা। আর নিজের ডিজাইন করা সাইটের জন্য খরচ পড়বে ২০-৩০ হাজার টাকা

      Professor Answered on March 4, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.