ইসলামে, মহিলারা কপালে টিপ দেওয়া কি গুনাহ?

ইসলামে, মহিলারা কপালে টিপ দেওয়া কি গুনাহ?

Vice Professor Asked on September 17, 2015 in ইসলাম ধর্ম.
Add Comment
1 Answer(s)

    মুসলিম জাহানের পিতা হযরত ঈবরাহীম
    আলাইহিস সালাম উনাকে যখন আগুনে
    পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইল
    পরিমান জায়গা আগুন জ্বালালো
    (নাউযুবিল্লাহ) তখন একটা নতুন
    সমস্যা দেখা দিল নমরুদ বাহিনির
    জালানো আগুন নিয়ে। আগুনের উত্তাপ
    এতই বেশি ছিল যে তার কাছে পৌছানো
    যাচ্ছিল না। তাই একটা চরক বানানো
    হল যার মাধ্যমে ইবরাহীম আলাইহিস
    সালাম উনাকে দূর থেকে ছুড়ে আগুনে
    নিক্ষেপ করা যায়। কিন্তু রহমতের
    ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা
    চরকের একপাশে ভর করে থাকায় চরক
    ঘুরানো যাচ্ছিল না।
    তখন শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি
    দিলো যে কিছু নগ্ন মেয়ে(পতিতা) এনে
    চরকের সামনে বসিয়ে দিতে, কারন এ
    অবস্থায় রহমতের ফেরেশতা
    আলাইহিমুস সালাম উনারা থাকতে
    পারবেন না। তাই করা হলো এবং
    ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা
    চলে গেলেন, আর ঠিক তখনি তারা
    মুসলিম জাতির পিতা ইবরাহীম
    আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ
    করতে সক্ষম হলো। কিন্তু আগুন
    আল্লাহ্ পাকের হুকুমে ইবরাহীম
    আলাইহিস সালামকে জ্বালানোর বদলে
    ফুলের বাগান হয়ে গেলো, পরবর্তিতে ঐ
    মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা
    হল যে পতিতা মেয়েদের কারনে রহমতের
    ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা
    চরক ছেড়ে দূরে সরে গিয়েছিলেন, এবং
    তাদের মাথায় তীলক পরানো হল। যেটা
    এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত
    যা মেয়েরা নিজের সৌন্দর্য প্রকাশ
    করতে ব্যবহার করে যা সম্পূর্ণ হারাম।

    Professor Answered on September 17, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.