কী করলে গণিতে ভালো ফলাফল করতে পারবো?

    কী করলে গণিতে ভালো ফলাফল করতে পারবো?

    Add Comment
    1 Answer(s)

      অনেক শিক্ষার্থীর কাছেই গণিত যেন একটি বিভীষিকার নাম। আসুন জেনে নিই গণিত ভীতি দূর করে ভালো ফলাফল করার কিছু টিপসঃ

      -একদিনেই গণিতের একাধিক বিষয় সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করতে যাবেন না।

      -অনেকেই কোন বিষয় বুঝতে না পারলেই গুগলসার্চ করে। এটি উচিত নয়। ভালো বই সংগ্রহ করা এবং নিজে নিজে সমাধান করার চেষ্টা করতে হবে।

      -বইয়ের পাঠগুলো যখন শিক্ষক পড়াবেন তখন প্রয়োজনীয় বিষয়, সমীকরণ, সুত্রগুলো খাতায় নোট করে নিতে হবে।

      -অধ্যায় শেষ হলে, এমন কিছু প্রশ্ন খুঁজে বের করুন যেগুলোর উত্তর বইয়ে দেয়া আছে। তারপর উত্তরগুলো না দেখে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন।

      -সমাধান যদি সঠিক হয় তাহলে পরবর্তী সমস্যায় চলে যান। আর যদি ভুল হয় তাহলে খুঁজে বের করুন কোথায় ভুলটা হয়েছে।

      -যেকোন অধ্যায় শেষ করার পরে সেই অধ্যায়টি নিয়ে শিক্ষকের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। আপনার করা নোটগুলো শিক্ষককে দেখিয়ে নিন। কোথাও ভুল থাকলে সংশোধন করে নিন।

      -গণিতে মুখস্ত করা বলতে কিছুই নেই। যখন একটি অধ্যায় শেষ করবেন তখন একই রকম আরো সমস্যা সমাধান করতে চেষ্টা করুন।

      Professor Answered on January 31, 2017.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.