জীবনের সবচেয়ে কঠিন কাজ কী?
- এখানে ভালো হতে যাবেন তবে দাম পাবেন না।
- নীতি বহির্ভূত সঠিক কথা বললেও মূল্য দেবে না কেউ, বরং অপমান করে তাড়িয়ে দিবে।
- এখানে ন্যায্য বিচার পাবেন না।
- এটা হলো ফিতনার যুগ। এই যুগের জীবনে নিজের শালীনতা, চালচলন, আচার-আচরণ রক্ষা করা নিদারুণ কষ্টকর।
- বাধ্য হয়ে এমন কতো কাজ করতে হবে, যা করা আর জলন্ত কয়লা হাতে নিয়ে রাখার সমান ঠেকবে।
- প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের পরিবারের খোঁজ নেওয়াটা সময়ের অপচয় মনে হবে। অনেক পীড়াদায়ক ঠেকবে।
- নিজের ইমান রক্ষা করা কষ্টকর হয়ে যাবে।
- আসল মালিকের খবর থাকবে না নকল মালিক এসে সব ক্রেডিট নিয়ে যাবে, টেরও পাবেন না।
- সুদ-ঘুষ পরিহার করে চলবেন??( হা হা হা)-তখন আপনিই বলবেন আমার পক্ষে সম্ভব না…
- দুর্নীতিতে ঘিরে যাবে পুরো সমাজ। বাঁচবেন কোন দিক দিয়ে শুনি?
- কাকে বিশ্বাস করবেন? সবাই তো মুখোশের আড়ালে সাধু বাবা হয়ে বসে আছে আপনাকে সাহায্য করার জন্যে।
- প্রতিবাদ করবেন কীভাবে? প্রতিবাদ করার জন্য মনের যেই প্রবল আগ্রহ-উদ্দীপনা লাগে সেটাই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।
- সবকিছুই জটিল মনে হবে। একটু সফলতা পেয়ে গেলেই যে মানুষটা প্রতিজ্ঞা করে রেখেছে কখনো অহংকারের বশবর্তী হবে না, সেই নিজের ঢোল নিজেই পিটবে।
- হঠাৎ যদি সবকিছু শেষ হয়ে যায় আপনার? শূণ্য হাতে পথে বসে গেলে জীবনকে টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে যাবে।
- ভালো মানুষ হয়ে আর কয়দিন? মন বলবে এবার একটু খারাপ হয়ে দেখা যাক না।