জীবনে উন্নত করতে কি লাগে।?
জীবনে উন্নত করতে কি লাগে।?
Add Comment
আমাদের জীবনে সাফল্য নিজে থেকে আসে না। যত রকম সাফল্য এবং সমাধান সবকিছুই আসে নিজের চিন্তা থেকে। মানুষের চিন্তাই মানুষকে সাফল্যের প্রথম পদক্ষেপটা ফেলতে সাহায্য করে। এরপরে আসে উদ্যোগ, যা আমাদের জীবনকে পথ দেখায়। এবং সবশেষে সঠিক পরিশ্রম ও সাধনাই আমাদের জীবনকে সফল করে তোলে। তাই চিন্তা, উদ্যোগ আর পরিশ্রম এই তিনের সমন্বয়েই জীবনকে অলংকৃত করা সম্ভব।