জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব চিত্র দেখাতে পারবেন কি?
জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব চিত্র দেখাতে পারবেন কি?
Add Comment
এই বৃদ্ধ লোকের একটা গল্প আছে।
উনার বয়স ৯০ বছর। কিছুদিন হলো উনি উনার স্ত্রীকে হারিয়েছেন। উনার ছেলের সাথে ট্রেইনে করে কোথাও যাচ্ছিলেন। জানালার দিকে তাকিয়ে কেমন যেনো মন ম-রা হয়েছিলেন।
তখন উনার ছেলে উনার কিছু ছবি তুলে এবং সেই ছবি গুলো দেখিয়ে জিজ্ঞেস করে “এই লোকটা কে?” কিন্তু বৃদ্ধ লোকের কোনো রিয়েকশনই ছিলো না। তারপর সে তার মায়ের একটা ছবি বের করে দেখায় যিনি মা’রা গিয়েছেন।-
ছবিটি দেখা মাত্র বৃদ্ধ লোক চিৎকার দিয়ে বলে উঠেন “ফালাইয়া গেলিগা রে আমারে ফালাইয়া গেলিগা।” ৯০ বছর বয়সে এসেও উনি উনার স্ত্রী হারানোর ব্যথায় গোমড়া হয়ে আছেন যার সাথে সংসার বয়স ছিলো দীর্ঘ ৬৫ বছর।