জীবনে চলার পথে পেছনের ভুলগুলোর দিকে তাকালে কী মনে হয়?
জীবনে চলার পথে পেছনের ভুলগুলোর দিকে তাকালে কী মনে হয়?
Add Comment
সেগুলো না থাকলে মনে হয়না আজকে এই পর্যায়ে আসতে পারতাম। এখন যেখানে আছি তার চেয়ে খারাপ কোন অবস্থায় থাকতাম।
দান্তে বলেছেন “স্বর্গে যাওয়ার সিঁড়ি শুরু হয় নরক থেকে’।তেমনি সাফল্যের প্রথম সোপান থাকে ভুল করার মধ্যে। ব্যর্থ হওয়ার মধ্যে। যে ভুল করেনি, ব্যর্থ হয়নি সে কিছু শিখতে পারেনি, জানতে পারেনি। ভুল করার অর্থ হলো চেষ্টা করা। চেষ্টা নাইতো ভুলও নাই। কিছু ভুল সাময়িকের ভুল, বাকিজীবনের পাথেয়। তাই ভুল যাই করেছি, তা করেই ফেলেছি। বাকি জীবন৷ সেসব আর করবোনা এই হলো পণ।