টেক্সটে লিখে দেয়া ভাষা অডিও আকারে শুনতে অ্যান্ড্রোয়েড ফোনে কী ধরনের সেটআপ দিতে হয়?

    টেক্সটে লিখে দেয়া ভাষা অডিও আকারে শুনতে অ্যান্ড্রোয়েড ফোনে কী ধরনের সেটআপ দিতে হয়?

    Add Comment
    1 Answer(s)

      প্রযুক্তির এই অসাধারণ উন্নয়ন সম্পর্কে হয়ত অনেকেই জানেন না। কতটা সুবিধা দিতে পারে এই প্রযুক্তি অনেকেরই কল্পনাতীত। এমনই একটি সুবিধা হল আপনি শুধু টেক্সটে আপনার কথাগুলো লিখে দিবেন আর ক্ষণেকের মাঝেই তা অডিওরুপে আপনার সামনে বেজে উঠবে। তবে এটি করতে আপনার অ্যান্ড্রোয়েড ফেনটিতে একটা সেটআপ দিতে হবে। জেনে নিন সেই সেটআপ সম্পর্কে।

      ১। Talkback নামের একটি software ( যা আপনি Google Playstore এ Talkback নামে search দিলেই পাবেন software টির আকার মাত্র ২ mb । অনেকের ফোনে এটা আগে থেকেই install থাকে )

      ২। আপনার মোবাইল এ text to speech data install থাকতে হবে। অনেক মোবাইল এ এটা install থাকে । আপনার মোবাইলে আছে কিনা তা দেখার জন্য setting>language&input>text to speech output>google text speech output অথবা অন্য কোনো speech output থাকলে select করুন। না থাকলে google play store থেকে speak up text to speech অথবা ivona-text to speech hd software টি নামিয়ে নিন।

      আপনি যদি হাই কোয়ালিটির voice চান তাহলে Ivona Software টিই download করবেন কারন এর voice natural. যদিও software টির আকার ১৪৫mb। এই software টি download করার পর open করলে আপনাকে হয়তো এর সাথে আরও একটি Software Download করতে হতে পারে এ ক্ষেত্রে আপনি ঐ ২ mb software টি download করবেন। তারপর আপনি software টি একবার open করবেন then exit করবেন।

      যেভাবে সেটআপ দিবেন :

      ১। উপরে লিখা ২নং এর মত প্রথমে text to speech output থেকে একটি speech output select করুন
      এবং exit করে চলে আসেন।

      ২। Talkback software টি install করার পর আপনি settings>accessibility>talkback>on করুন। তাহলেই আপনার কাজ শেষ হয়ে যাবে। এবার আপনি যা যা করবেন তাই বলে দিবে আপনার ফোন। আপনি talkback এর settings থেকে এর কাস্টমাইজড ও করতে পারবেন। ধন্যবাদ

      Professor Answered on March 4, 2015.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.