প্রেমের সম্পর্ক কতদিন টিকবে জানতে চান!

    প্রেমের সম্পর্ক কতদিন টিকবে জানতে চান!

    Doctor Asked on January 27, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      বর্তমান প্রজম্মের ছেলে-মেয়েদের মধ্যেই অধিকাংশরাই প্রেমের সম্পর্কে জড়ান। তবে এদের শেষ পরিণতি সুখময় হয় খুব কম যুগলের। দেখা যায় অনেক সময় তা টেকে না। এ বিষয়টি নিয়ে যে সমস্ত যুগল চিন্তিত তাদের জন্য সুখবর রয়েছে।

      **প্রেমের সম্পর্ক কতদিন টিকবে** তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। এর মধ্যে রয়েছে:

      * **দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা ও আকর্ষণ কতটা গভীর।**

      * **দুজনের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া ও বিশ্বাস কতটা।**

      * **দুজনের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মিল কতটা।**

      * **দুজনের মধ্যে জীবনের লক্ষ্য ও মূল্যবোধ কতটা মিলে।**

      * **দুজনের মধ্যে মানসিক ও আর্থিক সামর্থ্য কতটা সামঞ্জস্যপূর্ণ।**

      * **দুজনের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা কতটা।**

      * **দুজনের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা কতটা।**

      এই বিষয়গুলোর উপর নির্ভর করে প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে বা ভেঙে যেতে পারে।

      **কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রেমের সম্পর্ক কতদিন টিকবে তা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয়েছে।** ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার একদল গবেষক ১৩৪টি যুগলের মধ্যে পরীক্ষা চালিয়ে দেখিয়েছেন যে, প্রেমিক-প্রেমিকাদের কথা বলার ধরন, গলার স্বর ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে তাদের সম্পর্কের মেয়াদ পূর্বাভাস দেওয়া সম্ভব। তবে এই গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর সঠিকতা নিয়ে এখনও সন্দেহ রয়েছে।

      **সুতরাং, প্রেমের সম্পর্ক কতদিন টিকবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করলে সম্পর্কের স্থায়িত্ব বাড়ানো সম্ভব।**

      জেনে নিন সেই সুখবরটি কি?

      গবেষকদের দাবি, এবার প্রযুক্তির মাধ্যমেই জানতে পারবেন প্রেমের সম্পর্কের মেয়াদ।

      প্রেমে করা বা প্রেমে পড়া যতটা না সুখময়, আনন্দদায়ক! তার থেকে এই মধুর সম্পর্কটা টিকিয়ে রাখতে ঠিক ততখানি কাঠখড় পোড়াতে হয়। তোহ কি হয়েছে, তবুও অধিকাংশ মানুষেরই চাওয়া তার সঙ্গীর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে। যদিও এতো সব কিছু কার সত্ত্বেও সেই প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখা যাবে কিনা কিংবা থাকবে কিনা, সেই নিশ্চয়তা টুকু থাকে না।

      আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা গবেষণা করে দেখেছেন কি ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জানা যাবে আপনার সম্পর্কের মেয়াদ।

      ওই প্রতিবেদনে গবেষকরা জানান, ১৩৪টি প্রেমিক যুগলের মধ্যে পরীক্ষা চালানো হয়। এই প্রেমিক-প্রেমিকারা কত সময় কথাবার্তা বলেছেন এবং কথাবার্তা বলার সময় যুগলরা কোন ভঙ্গিমায় কথা বলছে সেই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

      এ বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেমিক-প্রেমিকারা কথা বলার সময় কি ধরনের কথা বলেছে সেগুলো নিয়ে কোনো মাথাব্যথা নেই।

      শুধুমাত্র কত সময় কথা হচ্ছে এবং কথা বলার সময় গলার স্বর কেমন হয় সেটা ধরা পড়ে যন্ত্রে। আর এটা থেকেই পরীক্ষা করে বুদ্ধিমান যন্ত্র বলে দিতে পারে কোন প্রেমিক যুগলের সম্পর্ক কতদিন পর্যন্ত টিকবে।

      Professor Answered on January 27, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.