সুপার হিউম্যান কারা? কিছু সুপার হিউম্যান সম্পর্কে জানতে চাই। ?

    সুপার হিউম্যান কারা? কিছু সুপার হিউম্যান সম্পর্কে জানতে চাই। ?

    Train Asked on January 21, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      সাধারণ মানুষের চেয়ে বেশী কর্মক্ষমতা বা কোনো ধরনের যোগ্যতা বেশী থাকলে তাঁকে মোটা দাগে সুপার হিউম্যান বলা যেতে পারে।

      কিছু কিছু সুপার হিউম্যানরা জন্মগতভাবেই সাধারণ মানুষের চেয়ে বাড়তি কোনো গুণ নিয়ে জন্মান, আবার কেউ কেউ নিজেকে শাণিত করার মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছান, যেটিকে সুপার হিউম্যান লেভেল বলা যেতেই পারে।

      অনেকেই হয়ত জানেন না, বাংলাদেশী একজন সুপারহিউম্যান আছেন যার পায়ের শিন বোন এতটাই শক্ত যে তিনি এক লাথিতে তিনটি বেসবল ব্যাট ভেঙে ফেলতে পারেন! তাঁর পায়ের এই অসাধারণ ক্ষমতার জন্য তাঁকে থান্ডার শিন বলে ডাকা হয়। তাঁকে নিয়ে জানার আগে আরও কয়েকজন সুপারহিউম্যান সম্পর্কে জেনে আসা যাক!

      মাস ওয়েয়ামা :

      তিনি কিউকোশিন কারাতে এর জনক। তিনি শুধু তাঁর হাত ব্যাবহার করে পাথর ভাঙতে পারতেন! তাঁর হাতের এতটাই জোর ছিল যে তাঁকে গড হ্যান্ড ডাকা হত। তাঁর সম্পর্কে একটি কথা প্রচলিত ছিলো,

      তুমি যদি কখনও তাঁর সাথে মারামারি করতে যাও, তাঁকে কখনও ঘুষি মারতে দিও না। কারণ তাঁর ঘুষি তোমার বুকে লাগলে বুকের হাড় ভেঙে যেতে পারে, আর যদি হাত দিয়ে ঠেকাতে চাও, তাহলে হাতের হাড়ও ভেঙে যেতে পারে।

      উইম হফ :

      এই ভদ্রলোকের ঠান্ডা সহ্য করার অদ্ভুত এক ক্ষমতা আছে। তিনি প্রচন্ড ঠান্ডা পরিবেশেও অবলীলায় শুধু শর্টস পড়ে কাটিয়ে দিতে পারেন। পায়ের ইনজুরিতে পরার ফলে ২০০৩ সালে তিনি শুধু শর্টস এবং জুতা পরে মাউন্ট এভারেস্টের ২৩,৬০০ ফুট পর্যন্ত উঠে ক্ষান্ত দিলেও এর ২ বছর পরে মাত্র ২ দিনের মধ্যে শুধু শর্টস পড়ে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেন।

      ডেনিস রজার্স :

      ইনি একজন ভীষণ শক্তিশালী হাতের অধিকারী ব্যাক্তি। মাত্র ১৭০ পাউন্ডের এই ভদ্রলোক প্রায় ১০০০ পাউন্ডের মত বল তৈরী করতে পারেন। ইনি শুধুমাত্র হাতের সাহায্যে লোহার রড থেকে শুরু করে ফ্রাইপ্যান পর্যন্ত অনায়াসে মুড়িয়ে দিতে পারেন, ছিঁড়ে ফেলতে পারেন মোটা বইও! এতেও যদি তাঁকে সুপারহিউম্যান মনে না হয়, তাহলে বলি, তিনি দুই হাত দিয়ে সম্পূর্ণভাবে এক্সেলারেট করা ৪ টি মোটরসাইকেল আটকে রেখেছিলেন! এমনকি ইউএস এয়ারফোর্সের দুটি টি-৩৪ বিমানও তাঁর শক্তির কাছে হার মেনেছিলো!

      স্কট ফ্ল্যান্সবার্গ :

      তাঁর আসল নাম স্কট ফ্ল্যান্সবার্গ হলেও সবার কাছে তিনি হিউম্যান ক্যালকুলেটর হিসেবেই পরিচিত। ক্যালকুলেটর এর চেয়েও কম সময়ে তিনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল, ঘনমূল ইত্যাদি করে ফেলতে পারেন! গণনায় অস্বাভাবিক দ্রুততার জন্য তিনি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন।

      রাথাকৃষ্ণান ভেলু :

      দাঁত দিয়ে আপনি সর্বোচ্চ কী করতে পারেন? এই মানুষটি দাঁত দিয়ে প্রায় ৩০০ টন ভরের ট্রেন ২’৮ মিটার পর্যন্ত নিয়ে গেছিলেন!

      ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ :

      হিস্টোরি চ্যানেলের ‘সুপারহিউম্যান’ নামক প্রোগ্রামটি দেখে থাকলে এনাকে না চেনার কোনো কারণই নেই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন সুপারহিউম্যান খোঁজা মানুষটি নিজেও একজন সুপারহিউম্যান। তাঁকে বিশ্বের সবচেয়ে ফ্লেক্সিবল মানুষ বলা হয়।

      ড্যানিয়েল ট্যামেট :

      একটি নতুন ভাষা শিখতে আমাদের ন্যুনতম কত দিন লাগে? ৬ মাস? ১ বছর? এই ব্যাক্তি মাত্র ৭ দিনে আইসল্যান্ডিক ভাষা শিখে একটি অনুষ্ঠানে গিয়ে দিব্যি সেই ভাষায় কথা বলে এসেছেন!!! এছাড়াও তিনি ১১ টি ভাষায় কথা বলতে পারেন এবং মাত্র ৫ ঘন্টার মধ্যে পাই এর মান দশমিক এর পরে ২২৫১৪ ঘর পর্যন্ত নির্ভুলভাবে বলে ইয়ুরোপিয়ান রেকর্ড গড়েছিলেন।

      কিম পিক :

      অসাধারণ স্মৃতিধর এই ব্যাক্তি ফটোগ্রাফিক মেমোরির অধিকারী। তিনি একবার যা পড়েন, তার প্রায় পুরোটাই মনে রাখতে পারেন।

      সাধারণ মানুষের কোনো বইয়ের এক পাতা পড়তে পড়তে যেখানে দুই বা তিন মিনিট লাগে, সেখানে তিনি মাত্র আট থেকে দশ সেকেন্ডে বইয়ের দুই পাতা পড়ে ফেলতে পারেন! তিনি এ পর্যন্ত ঘটে যাওয়া বিশ্বের উল্লেখযোগ্য ঘটনাবলী দিন তারিখসহ বলে দেয়া সহ আরও প্রচুর তথ্য তাঁর মস্তিষ্কে সংরক্ষণ করে রেখেছেন।

      ম্যাক ইউরি :

      ম্যাক বা কামাল ইউরি বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার মার্শাল আর্টিস্ট। তাঁর আবিষ্কৃত মার্শাল আর্টের নাম বুত্থান। এছাড়াও তিনি কমব্যাট সেলফ ডিফেন্স নামক একটি সিস্টেমের জনক।

      তাঁর অস্বাভাবিক ক্ষমতা হচ্ছে, তিনি কোনো একটি নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে দেহের সর্বোচ্চ পরিমাণ পেশী ব্যাবহার করতে পারেন। সাধারণভাবে কোনো মানুষ যদি একটি বেসবল ব্যাটেও সজোরে লাথি দেয়, সেক্ষেত্রে তার পায়ের হাড় (টিবুলা) ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী, সেখানে ম্যাক ইউরি একসাথে তিনটি বেসবল ব্যাট ভেঙে ফেলে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন।

      Professor Answered on January 21, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.