হেপাটাইটিস বি এবং সি কতদিন পর ধরা পরে,এই ভাইরাস শরীরে প্রবেশের কত দিন পর লক্ষন প্রকাশ পায়,এবং লক্ষন গুলো কি কি?

    হেপাটাইটিস বি এবং সি কতদিন পর ধরা পরে,এই ভাইরাস শরীরে প্রবেশের কত দিন পর লক্ষন প্রকাশ পায়,এবং লক্ষন গুলো কি কি?

    Add Comment
    1 Answer(s)

      **হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমণের পর ২ থেকে ৬ মাস পর সাধারণত লক্ষণগুলি প্রকাশ পায় এবং এই সময়ের মধ্যেই রোগ শনাক্ত করা হয়।

      **হেপাটাইটিস বি ও সি  এর লক্ষণ সমূহ:

      শরীরের কোনো লক্ষণ ছাড়াই যেমন হেপাটাইটিস হতে পারে আবার জন্ডিস বা চোখ, শরীর বা প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে, তাছাড়া হঠাৎ বমি বমি ভাব, বমি হওয়া, দুর্বলতা, ক্লান্তি বোধ করা, খাবারে অরুচি, অনীহা কিংবা তীব্র দুর্বলতা। শরীরে চুলকানি, কখনও জ্বরজ্বর ভাব বা জ্বরের মাধ্যমে সূত্রপাত হতে পারে। এমনকি পায়ে বা পেটে পানি চলে আসতে পারে । এ ছাড়া তীব্রভাবে আক্রান্ত হয়ে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।

      Professor Answered on July 22, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.