আপনার অগাধ জ্ঞানের উৎস কী?
অগাধ জ্ঞান বলতে কিছু নেই। জ্ঞান অর্জনের যাত্রার শুরু আছে তবে শেষ নেই। যদি ১ কোটি বছরও বেঁচে থেকে জ্ঞান অর্জন করি তবুও নিজেকে জ্ঞানী বলে পরিচয় দিতে পারব না। যদি ১০ টা নোবেলও পাই তবুও নাই।
তবে আমার জ্ঞান আহরণ প্রক্রিয়া শেয়ার করতে পারব। ঘুমের সময় ছাড়া বাকি ১৮ ঘন্টায় আমি জ্ঞান অর্জন হয় এমন সবকিছুর সংস্পর্শে থাকি।
ভার্সিটির পড়ালেখার পাশাপাশি আরও অনেক কিছুর জন্য প্রতিদিন আমার সময় বরাদ্দ থাকে। প্রতি মাসে যা যা পরিকল্পনায় থাকে –
- ১০ বই
- ৩০ ইংরেজি মুভি
- ১ টিভি সিরিজ
- ১ একাডেমিক কোর্স
- ১ হার্ড স্কিল কোর্স
- ৪ সফট স্কিল কোর্স
- ১০০ আর্টিকেল
- ১০০ ইউটিউব ভিডিও
- ১ বার ভ্রমণ
- ৪ অনুবাদ
বন্ধুদের সাথে আড্ডা দেয়া আমার কাছে সমোয়ের অপচয় মনে হয়। তাছাড়া ক্লাবে ছিলাম এতদিন কিন্তু এখন ক্লাব থেকে পদত্যাগ করলাম। কারণ ক্লাবের প্রেসিডেন্ট আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয় যেটা আমার করার কথা ছিল না।
আমার কাছে একা থাকাটাই বেস্ট মনে হয়। এইতো একা আছি, অনেককিছু শিখতে পারতেছি, মন ভালো থাকে অলয়েজ। যেটা একা না থাকলে সম্ভব হতো না। সারাদিন আমি একটা কথাও বলি না, সপ্তাহে একদিন বাসা থেকে বের হই, পার্কে গিয়ে একা একা বসে থাকি। বিন্দাস লাইফ।