আপনি জীবনে কোন কাজগুলি অবশ্যই করবেন বলে পণ করেছেন?
আপনি জীবনে কোন কাজগুলি অবশ্যই করবেন বলে পণ করেছেন?
Add Comment
- ৫ ওয়াক্ত নামাজ পড়বো নিয়মিত।
- উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়তে যাবো।
- একজন আর্দশবান ও জ্ঞানী শিক্ষক হবো।
- নিজের উপার্জন দিয়ে একটা সুন্দর বাড়ি বানাবো।
- একটা ছোট লাইব্রেরি বানাবো। যেখানে আমার পছন্দের লেখদের বই রাখবো। সেই সাথে আমাদের ধর্মগ্রন্থ কুরআন শরীফ ও হাদিস সমূহ রাখবো সাথে সব ধর্মের প্রধান ধর্মগ্রন্থ গুলো পড়বো।
- বিয়ে করবো তারপর আমি, বউ আর আব্বু – আম্মু সহ হজ্জে যাবো।
- বর্তমানে অনেক অন্যায় হতে দেখি যেগুলো আমার স্বার্থ মত প্রতিবাদ করি কিন্তু কিছু অন্যায় আছে যেগুলোর স্বার্থ না থাকায় প্রতিবাদ করতে পারি না তাই যখন নিজের ক্ষমতা থাকবে প্রতিবাদের জন্য যোগ্যতা থাকবে তখন সেই সকল অন্যায় হতে দেখলে প্রতিবাদ করবোই।
- সমাজে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী আছে যাদের সাহায্য করলে তারা অনেক ভালো পজিশনে যাবে তাদের সাহায্য করবো এ জন্য নিজের উপার্জিত টাকা দিয়ে এ সকল অসহায় শিক্ষার্থীদের সাহায্য করবো। সাথে কিছু এতিম বাচ্চাদের দায়িত্ব নিবো যাতে আমি মরে গেলে তারা আমার জন্য দোয়া করে। আমি যেনো তাদের মাঝে চিরদিন বেঁচে থাকি।
- নিজের ওজন বাড়াবো আরও ১৫-২০ কেজি।
- বাংলাদেশের প্রতিটি জেলা ঘুড়ে দেখবো আর প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে বন্ধু বানাবো।
আল্লাহ বাঁচায় রাখলে এসব কাজ করবোই। এ জন্য দোয়া করবেন।